সাইবার ক্রাইম প্রতিরোধ মুশকিল আসানে সচেতনতামূলক বই প্রকাশ হলো কলকাতা প্রেসক্লাবে

****

দিগদর্শন ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে সাইবার অপরাধ ভাবিয়ে তুলেছে।সমীক্ষায় প্রকাশিত ২০২৫ সালে সাইবার ক্রাইমে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১০.০৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। অনেক দেশে এখনও সাইবার অপরাধ দমনে উপযুক্ত আইন তৈরি হয়নি। ভারত সাইবার অপরাধের ঘটনায় তালিকায় দশম স্থানে আছে। একদিকে অনলাইন প্রতারণায় টাকা তছরুপ হচ্ছে, তেমন কম্পিউটার সিস্টেমে বা ডাটাতে অবৈধ প্রবেশ ঘটাচ্ছে হ্যাকাররা।

সরকারিভাবে ১৯৩০ হেল্প লাইনের ব্যবস্থা থাকলেও ভীতি থেকে ক্ষতিগ্রস্থ মানুষ সরকারি প্রতিরোধ সংস্থার সঙ্গে যোগাযোগ করেন না। টাকা তছরূপে সবচেয়ে ক্ষতিগ্রস্থ প্রবীণ মানুষ । সবচেয়ে বেশি সাইবার অপরাধীদের নজরে শহুরে লোক। অন্যতম কারণ, ব্যাঙ্ক বা বিভিন্ন অর্থলগ্নি সংস্থা ও অনলাইন কেনাকাটা করেন বেশি শহুরে মানুষ। জীবনের ব্যস্ততার স্থির চিন্তা করতে সময় পান না তাঁরা। সেই সুযোগ নেয় সাইবার অপরাধীরা। এমনই মন্তব্য করলেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞরা।

শুক্রবার দুপুরে কলকাতা প্রেসক্লাবে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে নির্ধারিত অক্টোবর মাসের শেষদিনে প্রাইম ইনফোসার্ভ প্রাইভেট লিমিটেড এক বেসরকারি সংস্থা প্রকাশ করল সাইবার সিকিউরিটি এ টু জেড সচেতনতামূলক একটি পূর্ণাঙ্গ গাইড। সহযোগিতায় নেট টেকনোলজিস ও ইনফোসেক ফাউন্ডেশন। বইটি লিখেছেন প্রাইম ইনফোসার্ভ প্রাইভেট লিমিটেড এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী আধিকারিক সুশোভন মুখার্জি। দুদশক ধরে সাইবার নিরাপত্তা বিষয়ক পেশাদার আর্থিক নিরীক্ষক ও শিক্ষাবিদ তথ্য নিরাপত্তা ও যোগাযোগ প্রযুক্তি পরামর্শদাতা হিসেবে এক কুশলী ব্যক্তিত্ব। সুশোভন বাবু তাঁর সদ্য প্রকাশিত বইটিতে আর টু জেড ২৬ টি ইংরেজি বর্ণমালার নিরিখে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা টিপস্ দিয়েছেন।

,যেমন এ ফর এনাটমি অফ এ সাইবার এ্যাটাক, বি ফর ব্রিচ রেসপন্স, সি ফর ক্লাউড সিকিউরিটি ইত্যাদি। সুশোভন বাবুরর লেখা এই গাইড বুক বইটি প্রকাশের জন্য অভিনন্দন জানাতে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের এ আই সি ও ই ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হরিকিশোর কুসুমকর, রাজ্যের তথ্য সুরক্ষা আধিকারিক সঞ্জয় কুমার দাস ও সাইবার সিকিউরিটির লেখক চিত্রদীপ চক্রবর্তী। সদ্য প্রকাশিত বইটিতে উল্লেখ করা হয়েছে, ভারত বিশ্বের ৫ টি দেশের মধ্যে একটি যেখানে ম্যালওয়ার সংক্রমণ সর্বাধিক, ৬০ শতাংশ সাইবার অপরাধের ঘটনা আর্থিক নয়ত পরিচয় প্রতারণাসূচক। এ আই ডিপফেক স্ক্যাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে এই মুহূর্তে এই ধরণের সচেতনতা বই ইংরেজিতে প্রকাশ হলেও আগামীদিনে হিন্দি ও বাংলায় প্রকাশিত হবে জানালেন লেখক সুশোভন মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *