
নবীন প্রতিভার অন্বেষণে ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক একাডেমির সংগীত প্রতিযোগিতা স্মরণ
* শ্রীজিৎ চট্টরাজ: শনিবারের বিকেল। কলকাতা প্রেস ক্লাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক একাডেমির পক্ষে একট সাংবাদিক সন্মেলনে শিল্পী ঋদ্ধি জানালেন, রাজ্যে বহু নতু প্রতিভা হারিয়ে যাচ্ছে সুযোগের অভাবে। তাই তিনি পেশাগত পরিধির বাইরে তাঁর তিন শিক্ষাগুরু ও জন্মদাত্রী মাকে স্মরণে রেখে একটি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছেন । ইমেল মারফত প্রতিযোগীরা তাঁদের গানের ভিডিও পাঠাবেন।…