সরস্বতীর অভিশাপে রামের জন্ম?
সুজিৎ চট্টোপাধ্যায়: গতকাল এক নিবন্ধে জানিয়েছিলাম দেবর্ষি নারদের অভিশাপে শ্রী বিষ্ণুর রাম হয়ে জন্মান পৃথিবীতে। শাস্ত্রে যাকে বলা হয়েছে লীলাবতার। নিন্দুকেরা বলে, অনার্য শৈব সংস্কৃতির প্রতিভূ লংকেশ্বর রাবণকে বধ করতে এমন একটা রামায়ণী গপ্পো নির্মাণ খুবই প্রয়োজনীয় ছিল। বিখ্যাত বৃহৎ বঙ্গ গ্রন্থের লেখক দীনেশচন্দ্র সেন তাঁর গ্রন্থের প্রথম খণ্ডে লিখেছেন, বৌদ্ধ ধর্ম সন্ন্যাসের ধর্ম। এরই…