১৫ তম ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সজামে একশ শতাংশ বৃত্তি ও পুরষ্কার দিচ্ছে আকাশ ইনস্টিটিউট

দিগদর্শন ওয়েব ডেস্ক:২০২৪ এর সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একশ শতাংশ ফ্ল্যাগশিপ বৃত্তি ও আকর্ষণীয় পুরষ্কার দিচ্ছে আকাশ ইনস্টিটিউট। এই উদ্যোগের নামকরণ হয়েছে আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সজাম ২০২৪।

উদ্বোধনী অনুষ্ঠানে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের সি ই ও দীপক মালহোত্রা বলেন, এই সংস্থা বহু প্রতিভাবান শিক্ষার্থীদের স্বপ্নপূরণে একটি সেতুর কাজ করছে। ১৫ বছরের পরিক্রমায় আমরা সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের কাছে বিজ্ঞানসম্মত শিক্ষাক্রম সহজলভ্য করে তুলেছি। এনইইটি ও জেইই পাঠক্রমের প্রস্তুতির জন্য যা খুবই সহায়ক। এই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে ভবিষ্যতের সাফল্য নিশ্চিত করবে।

সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পশ্চিমবঙ্গ বিভাগের প্রধান সংযোগকর্ত্রী বীণা আগরওয়াল বলেন , এই বৃত্তিদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছে একটি উৎসব। উদ্ভিদবিদ্যা বিভাগের এইচ ও ডি শাদাব আনসারি বলেন , নিট ও জেইই তে শিক্ষার্থীরা একশ শতাংশ বৃত্তি পায় যা অভিভাবকদের একটা বিরাট সাশ্রয়।
এই অনুষ্ঠান হতে চলেছে আগামী ১৯ অক্টোবর নথেকে ২৭ অক্টোবর। সারাদেশে অনলাইন ও অফলাইন মোডে সংগঠিত হবে। বৃত্তি ছাড়াও শীর্ষস্থান দখলকারী শিক্ষার্থীরা নগদ আর্থিক পুরষ্কার পাবেন পাশাপশি পাঁচজন শিক্ষার্থী পাবেন কানাডা স্পেস সেন্টার, ফ্লোরিডা ইউএস এতে ৫ দিনের সম্পুর্ণ খরচবিহীন ভ্রমণের সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *