*
শ্রীজিৎ চট্টরাজ: শনিবারের বিকেল। কলকাতা প্রেস ক্লাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক একাডেমির পক্ষে একট সাংবাদিক সন্মেলনে শিল্পী ঋদ্ধি জানালেন, রাজ্যে বহু নতু প্রতিভা হারিয়ে যাচ্ছে সুযোগের অভাবে। তাই তিনি পেশাগত পরিধির বাইরে তাঁর তিন শিক্ষাগুরু ও জন্মদাত্রী মাকে স্মরণে রেখে একটি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছেন । ইমেল মারফত প্রতিযোগীরা তাঁদের গানের ভিডিও পাঠাবেন। বিভিন্ন বিভাগে নির্বাচিত শিল্পীরা প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা স্বীকৃতি পাবেন। চারটি বিভাগের প্রতিযোগিতায় থাকবে পঞ্চ কবির যে কোনো একজনের গান। আছে নিধুবাবুর টপ্পা। বাংলা নাটকের গান ও পুরাতনী গান। দুটি বিভাগ।১৫ থেকে ৩০ বছর ও ৩০ থেকে বাকি বয়সী ।১৫ জুলাই পর্যন্ত প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা যাবে ভিডিও রেকর্ডিং পাঠিয়ে। প্রতিযোগিতা হবে ২৬ আগস্ট। ১৬ টি পুরষ্কার ফল ঘোষণা হবে দক্ষিণ কলকাতার শরৎ ভবনে। শুধু আর্থিক পুরষ্কার নয়,নিজের যোগ্যতা প্রমাণের জন্য মঞ্চের ব্যবস্থাও করা হবে।
ঋদ্ধি তাঁর তিন শিক্ষাগুরু মঞ্জু গুপ্ত, কৃষ্ণা চট্টোপাধ্যায়, সুশীল চট্টোপাধ্যায় ও তাঁর মা রমা চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছেন । এই মূহূর্তে কলকাতার ট্রায়াঙ্গুলার পার্ক, কসবা, বেহালা, নিউটাউন ও হাওড়া এবং হুগলির কোন্নগর শাখায় শিল্পীর স্কুলে বহু ছাত্রছাত্রী তাঁর কাছে গান শেখেন। বিদেশেও অনেকে তাঁর কাছে অনলাইনে গান শেখেন।ঋদ্ধির মা রমা চ্যাটার্জি ২০২১ এর ৩ সেপ্টেম্বর মারা যান। মায়ের স্মৃতি রোমন্থন করে শিল্পী ঋদ্ধি বলেন, আমাকে সন্তান স্নেহে আমার তিন গুরু যেমন গান শিখিয়েছেন , তেমন আমার শিল্পী হয়ে ওঠার পেছনে আমার মায়ের ভূমিকা অনেকখানি। সংগীত দুনিয়ায় শিল্পী পরিচিত পঞ্চ কবি কন্যা হিসেবে। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, অতুলপ্রসাদ ও নজরুল গীতির অসামান্য ভান্ডারের অধিকারী তিনি । ভারত , বাংলাদেশ ও বিদেশের প্রবাসী বাঙালিদের কাছে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় শুধু পঞ্চ কবির গান নয়, বাংলার প্রাচীন গানের যে সম্পদ আছে সেটিও তুলে ধরেন। এ ব্যাপার তাঁর বড় সহায়ক হয়েছেন স্বামী দেবজিত বন্দোপাধ্যায়। দেবজিত বাবুও শুধু গায়ক নন ,বাংলা গানের ধারা , বিশেষ করে বাংলা নাটকের গানের এক গবেষণাধর্মী বহু গ্রন্থের রচয়িতা তিনি। ফলে এই গানের ধারা রক্ষার এক যৌথ নীরব বিপ্লব করে চলেছেন দেবজিত -ঋদ্ধি জুটি। প্রতিযোগিতা সম্পর্কে বিচারকের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই সম্পর্কে দেবজিত বন্দ্যোপাধ্যায় বলেন গায়কী, মেধা ও নিজস্বতা থাকবে প্রধান বিচারের বিষয়। অবশ্যই পরিবেশন ব্যাক্তিত্বও একটি বিষয়।
হন