গায়ক স্নিগ্ধজিৎ ১ লা বৈশাখে চাইলেন গার্লফ্রেন্ড

দিগদর্শন ওয়েব ডেস্ক: ৭০ এর দশকে আরতি মুখোপাধ্যায় গেয়েছিলেন বৈশাখে দেখা হলো দুজনার , জৈষ্ঠ্যেতে হল পরিচয়, আসছে আষাঢ় মাস , মন তাই বলছে কি জানি কি হয়। বাংলাদেশের কবি মোহাম্মদ নিজাম গাজী লিখেছেন বৈশাখেটে হৃদয়ে শুধু ভালোবাসার সুন্দর বসবাস। বৈশাখ বাঙ্গালীর ঐতিহ্য, বৈশাখ বাঙ্গালীর আশীর্বাদ, বৈশাখেতে শুধু ভালোবাসা, নেই কোনো বিবাদ। সেই ট্র্যাডিশন আজও চলছে। গীতিকার গান লিখলেন একলা বৈশাখে। সুর ছন্দে নির্মাণ করলেন অমিত চ্যাটার্জি। সুরারোপিত কবিতা কণ্ঠে ধারণ করলেন এযুগের সম্ভাবনাময় জনপ্রিয় শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। বিষয়টি ফ্রেমবন্দী করেছে জিৎ চক্রবর্তী। মিউজিক ভিডিওটির সঙ্গী শিল্পীরা ছিলেন মুকুলকুমার জানা, শ্রেয়া চক্রবর্তী ও পূজা দাস। শুক্রবার বিকেলে দক্ষিণ কলকাতার রেস্তোরাঁ ইয়েলো টার্টলে মিউজিক ভিডিওটির পোস্টার মুক্তি পেল শনিবার থেকে ইউ টিউবে মিলবে গানটি দেখা ও শোনার সুযোগ । তবে বিধিসম্মত সতর্কীকরণ, বৈশাখী জুটিরা এই মিউজিক ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে গঙ্গার ধারে বিয়ারে চুমুক দিলে কিন্তু রাষ্ট্রের হাতে হয়রানির শিকার হতে পারেন। কেননা আপনি সাবালক হলেও রাষ্ট্র শাসকরা সাবালক হয়নি। তবে আশা অডিওর এই নিবেদন নতুন প্রজন্মের পছন্দ হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *