তৃতীয় বার্ষিক বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এস আর ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে

দিগদর্শন ওয়েব ডেস্ক : ১৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী তৃতীয় বার্ষিক বেঙ্গল ইন্টারন্যশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো বাইপাশের ধারে সত্যজিৎ রায় ইনস্টিটিউট এর প্রেক্ষাগৃহে। উৎসবের মূলশ্লোগান ছিল বাংলা সিনেমা বিশ্বের আবেগ। দেশী ও বিদেশী ছবি মিলিয়ে মোট ১০ টি ছবি প্রদর্শিত হয়। তালিকায় ছিল প্রতিবেশী দেশ নেপালের একটি ছবি।

উৎসবের প্রথম দিন উৎসব কর্তৃপক্ষ বাংলা বাণিজ্যিক ছবির একসময়ের কিংবদন্তি স্বপন সাহাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্বীকৃতিতে ভূষিত করে। পরিচালকের হাতে পুরস্কারটি তুলে দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উৎসবে মূল অতিথি ছিলেন মুম্বাই অভিনেতা রোহিত রায়। হিন্দি ছবি ছাড়াও যিনি বেশ কয়েকটি বাংলা ছবিতেও অভিনয় করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিনেত্রীদেবলীনা দত্ত, অন্বেষা দত্তগুপ্ত,রামগোপাল মুখোপাধ্যায়, সংঘমিত্রা চৌধুরী, সৌমজিত গঙ্গোপাধ্যায়, হৈমন্তী বন্দোপাধ্যায় ও কাঞ্চন বন্দোপাধ্যায় প্রমুখ । অতীতের স্মৃতিচারণ করে পরিচালক স্বপন সাহা জানালেন, প্রতি বছর বাংলা ছবি তৈরি কমছে। কমছে হিট ছবির তালিকা। সিঙ্গেল স্ক্রিন হারিয়ে যাচ্ছে। আমরা জনসমর্থন পেয়েছি সেই সব সিঙ্গেল স্ক্রিন হল থেকে।

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের তকমা থাকলে সেখানে রোহিত রায় আর স্বপন সাহা কতটা বিশ্ব চলচ্চিত্র আন্দোলনের ঐতিহ্য বাড়ায় সেটা উৎসব কর্তৃপক্ষ যদি ভেবে না দেখেন তাহলে নতুন প্রজন্মের চলচ্চিত্র শিক্ষার্থীদের কাছে চাপ বৈকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *