******
দিগদর্শন ওয়েব ডেস্ক : বুধবার সন্ধ্যায় প্রতিবারের মত এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল আলিপুরে মঞ্চে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে নন্দন, রবীন্দ্রসদন শিশির মঞ্চ জুড়ে যেমন প্রদর্শিত হবে ছবি তেমন কলকাতার বেশকিছু প্রেক্ষাগৃহে থাকবে সিনেপ্রেমীদের দেশবিদেশের ছবি দেখার সুযোগ। কিন্তু সূচনার বেশ কয়েকবছর ধরে যে গ্ল্যামারের হাট বসত এবার যেন ভাঙা হাট। অমিতাভ বচ্চন, সালমান খান জয়া ভাদুড়ি, কাজল, বিদ্যাবালান থেকে মহেশ্র ভাট , কেউ নেয়ার এবার।দর্শকদের কণ্ঠে একটি বিষন্নতার শুরুর।তোমার দেখা নেয়ার রে ,তোমার দেখা নাই।শুধু শত্রুঘ্ন সিনহা আর্ট পরিচালক উপস্থিতি দুধের বদলের ঘোল। হ্যাঁ মঞ্চে ছিলেন রঞ্জিত মল্লিক,সব্যসাচীর চক্রবর্ত্তীl, সৌরভ গাঙ্গুলি, দেব, শতাব্দী রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়। ছিলেন প্রশাসনিক কর্তারা এবং আমন্ত্রিত বিদেশি শিল্পী ও কলাকুশলীদের একাংশ। ছিলেন উৎসবের অন্যতম পরিচালক গৌতম ঘোষ।
চলচ্চিত্রের ভাষায় বিশ্বজনীন।সুতরাং এখানে কোনো বিভেদ নেই। উত্তমকুমারের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় আক্ষেপ জানালেন মুখ্যমন্ত্রী।বিদেশীর কলাকুশলী, প্রযোজক ও পরিচালকদের অনুরোধ করলেন কলকাতার শিল্পীদের আন্তর্জাতিক ছবিতে সুযোগে ডিটের এবং রাজ্যের ট্যুরিস্ট স্পটগুলিতে তাঁদের ছবির শুটিংয়ে ব্যবহার করতে।gitt ২৮ নভেম্বর রবীন্দ্রসদন মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে উৎসব চেয়ারম্যান গৌতম ঘোষ জানান, প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে ২৪৫৯ টাইট ছবি মনোনয়ন জমা পড়ে। মনোনীত হয় ২৯ টি দেশের ৪২ টি পূর্ণদৈর্ঘ্য ছবি ,৩০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র।
এছাড়াও ১৩০ টাইট ছবি প্রদর্শিত হবে যেগুলি প্রতিযোগিতার বাইরের। এবার ফোকাস দেশ ফ্রান্স। সম্প্রতি যাঁরা প্রয়াত হয়েছেন এমন সিনেমা ব্যক্তিত্বদের যেমন কুমার সাহানি, আল্যায়ান ডেলন, অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী ও মননে মিত্রকে শ্রদ্ধার জানানোর হবে।সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন ইন্দ্রনীল সেন , মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই মূহূর্তে অনেকেই অভাব বোধ করবেন প্রতিবেশী দেশ বাংলাদেশকে। এবার বাংলাদেশের থাকছে না যেমন চলচ্চিত্র উৎসবে তেমন থাকছে না বইমেলায়।