
*********
দিগদর্শন ওয়েব ডেস্ক : সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার হিন্দুস্থান ক্লাবের হিন্দু জাগরণের উদ্দেশ্যে নতুন এক সংগঠন বিশ্ব হিন্দু সনাতন বোর্ড সংবাদিকদের মুখোমুখি হলো। সংগঠনের আন্তর্জাতিক কেন্দ্রীয় সভাপতি ডা: বীরেন দাভে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পরিচয় করান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৌরীন ভাট,রাজ্যত সম্পাদক অনুরাগ মুজুমদার, যুগ্ম সম্পাদক সৌভিক বিশ্বাস , কলকাতা সভাপতি হিমাদ্রী বন্দোপাধ্যায়। জাতীয় স্তরে যুগ্ম সম্পাদক ডা: অভয় তিওয়ারি, জাতীয় সংগঠনের কার্যনির্বাহী সদস্য মিকু সোনি, শান্তনু বন্দোপাধ্যায়।
কেন্দ্রীয় সংগঠনের সভাপতি বীরেন দাভে বলেন, গো- মাতা সংরক্ষণ,হিন্দু চেতনায় জাগরণ, দরিদ্র মানুষকে অন্নসেবার মত সামাজিক কাজের জন্য সাইট সংগঠনের সৃষ্টি ২০২৫ সালে।সাইট সংগঠনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগ নেই। ইতিমধ্যেই এই সংগঠন নেপাল, কানাডা, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় গড়ে উঠেছে। এই প্রতিবেদকের প্রশ্ন ছিল , সংস্কৃতিগত ভারতে ভিন্ন ভিন্ন প্রথা রয়েছে হিন্দুদের মধ্যে, সেখান দেশব্যাপী হিন্দু ঐক্যর জীবনের গড়ে উঠবে? উদাহরণ হিসাবে বাংলার ইতিহাসের কিছু তথ্যটি তুলে ধরা হয়। কিন্তু সেসব প্রশ্নের উত্তর দিতে ব্যার্থ হলেন সংগঠনের নেতারা।
