দুই চব্বিশ পরগনা আর কলকাতা জেলার আর্ম ফাইটিং, বডি বিল্ডিং, মেন্স ফিজিক ও আয়রন লিফটিং স্পোর্টস চ্যাম্পিয়নশিপ হল বাঙ্গুরে

*******

দিগদর্শন ওয়েব ডেস্ক: অশোক আখড়া এক ব্যায়াম মন্দির আয়োজিত রবিবার সারাদিনব্যাপী বাঙ্গুরের কলকাকলি মঞ্চে অনুষ্ঠিত হল দুই চব্বিশ পরগনা ও কলকাতার ক্রীড়াবিদদের আর্ম ফাইটিং , বডি বিল্ডিং, মেন্স ফিজিক ও আয়রন লিফটিং প্রতিযোগিতা। নারী ও পুরুষ মিলিয়ে ৮০ জন প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ, সাংবাদিক গোপাল দেবনাথ, পার্থ চন্দ, গৌরাঙ্গ চক্রবর্তী, রাজীব ব্যানার্জি, শ্রীকান্ত মাইতি, তরুণ মাজি, রতন সাহা ও উজ্জ্বল স্যার।

প্রতিযোগীদের মধ্যে ছিলেন দুজন প্রবীণ ক্রীড়াবিদ ও ২৩ বছর বয়সী এক বিশেষভাবে সক্ষম প্রতিযোগী। মহিলা বিভাগে স্ট্রং উইমেন খেতাব জিতে নেন পম্পা বিশ্বাস ও মঞ্জুলা চৌধুরী। স্ট্রং ম্যান বিবেচিত হন অমিত ভদ্র, শুভম চ্যাটার্জি, রোহন নন্দন, অমিত সাহা ও দেবকুমার কুন্ডু। সংগঠন কর্ণধার অশোকরাজের সঙ্গে সহযোগী ছিলেন কিশোর দাস , মহেশ্বরী, আমিশারাজ, আয়েশারাজ , ও অমররাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *