পর্ব : ১৪৮

যৌনকর্মীদের পক্ষে দুর্বার মহিলা সমন্বয় সমিতি ধারাবাহিক সচেতনতা ও সামাজিক অধিকার নিয়ে আন্দোলনে করে।
সুজিৎ চট্টোপাধ্যায় : যৌনকর্মীদের জীবিকাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দেওয়ার আন্দোলন অনেকদিন ধরেই করছের দুর্বার মহিলার সমন্বয় সমিতি। নিষিদ্ধপল্লীর মেয়েদের আর্থিক শোষণের পাশাপাশি যৌনশোষণও যে চলে , সমিতিও স্বীকার করে। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল , বিশেষ করে শাসক দল সেমিনারটি করে।আবেহর দিয়ে পরিসংখ্যান দিয়ে বক্তব্য রাখেন নেতানেত্রীরা। কিন্তু অবস্থার পাল্টায় না।গৃহস্তির অভিযোগ , নিষিদ্ধপল্লী থেকে যৌনরোগ ছড়াচ্ছে। যৌনকর্মীরা এই ভয়ানক রোগ প্রতিরোধে উদ্যোগী নয়।

নিষিদ্ধপল্লীতে সমিতির তরফে এডস প্রতিরোধ সচেতনতা শিবির।
অথচ বাস্তব এটাই, সমিতি থেকে কর্মীদের সচেতনতা সভা করে যৌন রোগীর কুফল সম্পর্কে অবহিত করলেও অনেক ক্ষেত্রে খদ্দেরদের কনডম ব্যবহার করতে অনীহা প্রকাশ করে। এখনকার মেয়েদের এমনিতেই মনের গ্লানির নিয়ে সাইট দেহব্যবসা করে। সেখানে খদ্দেরের ফিরিয়ে দেওয়ার মত মনের সাহস থাকে মত।ফলে সমঝোতা করতে হয়। অনেক ক্ষেত্রেই সেই খদ্দেরের যৌনরোগের বীজ বপন করে দিয়ে যায় যৌনকর্মীর দেহে।আবার কোনোটা সুস্থ খদ্দের সেই যৌনকর্মীর সঙ্গে সহবাসে করে যৌনরোগে আক্রান্ত হন।ভারতের স্ত্রীর সঙ্গে যৌনতা করার শেয়ার স্ত্রীও আক্রান্ত হন। অনেক সময় সামান্য উপসর্গ দেখা দিলেও সাইট গুপ্ত রোগ কে লুকিয়ে রাখেন আক্রান্তরা। ফলে রোগটি ভয়াবহ হয়ে ওঠের। এক্ষেত্রে এডস মারণ রোগ তো জীবনকে ছোট করে দেয়।তিলতিল করে আক্রান্ত কষ্ট পেয়ে এগিয়ে যায় নিশ্চিত মৃত্যুর দিকে।

সমকামী মানুষের সংখ্যা বাড়ছে? নিষিদ্ধ পল্লীতেও তাই ভিড় বাড়ছে সমকামী যৌনকর্মীদের।
সমস্যা আরও আছে। বহু যৌনকর্মী খদ্দেরদের সঙ্গে কনডম ছাড়া সহবাসের রাজি হয়না বটে, কিন্তু স্বামী বা প্রেমিকের ক্ষেত্রে উদার থাকে। এই বিপরীত সিদ্ধান্তও আসলে অজ্ঞতার পরিচয়। খদ্দের পুরুষ জীবন সংগ্রামে ক্লান্ত হয়েই মুহূর্তের সুখ খুঁজতে নিষিদ্ধপল্লীতে আসে। তারা তাদের জীবনের মুল্য স্বাস্থ্য বা সাবধানতা সম্পর্কে বোধ থাকবে এটা ভাবা অবান্তর। বিষয়টি যতটা সোজা মনে হয়, ততটা নয়। পুরুষের পেশা সেটা যাই হোক সমাজে স্বীকৃত। কিন্তু বিশ্বজুড়েই বিশেষ করে আমাদের মত তৃতীয় বিশ্বের গরীব দেশে যৌনকর্মী হিসেবে পুরুষ বা নারীর কোনো সম্মানই নেই। তৃতীয় লিঙ্গের যৌনকর্মীদের বা মেয়েলি পুরুষদের সিংহভাগ সমকামী পুরুষ খদ্দের পান।সেক্ষেত্রে যৌনতায় অনেক হিংস্র হয়ে ওঠে খদ্দের। চুপ করে সেই যৌন নির্যাতন সহ্য করতে হয় এদের। আগামী পর্বে এই সম্প্রদায়ের যৌনকর্মীদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। (চলবে)
আগামী পর্ব ১৯ সেপ্টেম্বর, শুক্রবার,২০২৫

*****
