বাংলায় প্লাস্টিক শিল্পে তিন হাজার কোটি টাকা লগ্নি হতে চলেছে

*******

দিগদর্শন ওয়েব ডেস্ক : আগামী বছর নয়াদিল্লিতে ৫ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি হতে চলেছে ভারতের প্লাস্টিক শিল্পের সম্মেলন প্লাস্টইন্ডিয়া ২০২৬। প্রায় ২ হাজার ব্যবসায়ী তাঁদের প্লাস্টিকজাত পণ্য নিয়ে হাজির হবেন। এই আন্তর্জাতিক সন্মেলনে বিশ্বের নানা প্রান্তে থেকে হাজির হবেন ৮০ টি দেশের প্রতিনিধি। এই মেলায় প্রায় ৬ লক্ষ মানুষের আগমন হবে বলে মনে করা হচ্ছে।

বুধবার বিকেলে বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলের সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন এন ই সি প্লাস্ট ইন্ডিয়া ২০২৬এর চেয়ারম্যান অলক টিব্রেওয়ালা, প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রবিশ কামাথ ও ইন্ডিয়ান প্লাস্টিকস্ ফেডারেশনের প্রেসিডেন্ট অমিত আগরওয়াল।

বক্তারা জানান, প্লাসইন্ডিয়া ফাউন্ডেশনের সূচনা ১৯৮৭ সালে। স্থানভিত্তিক বিভিন্ন প্লাস্টিক শিল্পের সংগঠনের অভিভাবক সংগঠন রপ্তানি ক্ষেত্রে উন্নয়নের জন্য প্লাস্টিক ব্যবসায়ীদের স্বার্থে উন্নত ভারত নির্মাণে কাজ করে। আগামী বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংগঠনিক সম্মেলনের ঘোষণার জন্য কলকাতায় আয়োজিত হলো বিশেষ প্রস্তুতির শিবর ও সাংবাদিক সম্মেলন। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ও রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি বন্দনার যাদবের উপস্থিতিতে ঘোষিত হলো রাজ্যে তিন হাজার কোটি টাকা লগ্নি হতে চলেছে প্লাস্টিক শিল্পে। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ লক্ষের বেশি কর্মসংস্থান হবে।ভবিষ্যতে বাংলা হতে চলেছে প্লাস্টিক শিল্পের নতুন হাব।

রাজ্যে গড়ে উঠতে চলেছে দুটি নতুন পলি পার্কস। একটি উলুবেড়িয়ায়। ইতিমধ্যে হলদিয়ায় ৫ হাজার কোটি টাকা নিয়োগে দেশের বৃহত্তম ফেনল ও এসিটোন প্ল্যান্ট গড়ে উঠেছে। দক্ষ কর্মী তৈরিতে সাকরাইলে গড়ে তোলার পরিকল্পনা হয়েছে সেক্টর স্কিল সেন্টার । ভারতে ব্যক্তিপিছু বছরে গড়ে যেখানে ১৫ কেজি প্লাস্টিক ব্যবহৃত হয় সেখানে এই রাজ্য বেশ কিছুটা পিছিয়ে। রাজ্যের নাগরিক ব্যক্তিপিছু মাত্র ব্যবহার ৯ কেজি। সংগঠনের পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলা হয় প্লাস্টিক শিল্পের বিকাশে রাজ্যের সহযোগিতা প্রশংসনীয়।২০২৬ সালে ভারত প্লাস্টিক পণ্যের বাজারে হতে চলেছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখযোগ্য ভূমিকা থাকবে পশ্চিমবঙ্গের। ভারতে অনুষ্ঠিত দূষণমুক্ত প্লাস্টিক পণ্যের এই মেলা বিশ্বের নিরিখে বৃহত্তম বৃহত্তম মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *