দিগদর্শন ওয়েব ডেস্ক: দক্ষিণ কোলকাতার এক্রপোলিস মলের কাছে কসবা থানার অন্তর্গত পি মজুমদার স্ট্রিটের ত্রিশূল অ্যাপার্টমেন্টের বাসিন্দা কৃষ্ণা রাউত থানায় অভিযোগ জানিয়ে বলেছেন , যে কোন মুহুর্তে আমি এবং আমার বৃদ্ধা মা খুন হয়ে যেতে পারি। পুলিশকে গত বছর নভেম্বর মাসের ৮ তারিখ অভিযোগ জানালেও পুলিশ উদাসীন থেকে এড়িয়ে যায়। এমনটাই অভিযোগ বছর চল্লিশের কৃষ্ণা রাউতের । বছর দশেক আগে ত্রিশূলঅ্যাপার্টমেন্টের একটি ছোট্ট ফ্ল্যাট কেনেন ৯ লাখ টাকার বিনিময়ে।j জমির মালিক ও প্রোমোটার সুদীপ্ত চন্দ্র ফ্ল্যাট বিক্রির বছর খানেক পর থেকেই কৃষ্ণা রাউতকে কিস্তিতে দু লক্ষ টাকার বিনিময়ে ফ্ল্যাট ছেড়ে দিতে হুমকি দিতে থাকেন। কৃষ্ণাদেবীর অভিযোগ ফ্ল্যাটে আমি ও আমার ৭৬ বছর বয়সী বিধবা মা থাকি। আমাদের পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। দীর্ঘ ৯ বছর ধরে সুদীপ্ত ওরফে বাপ্পা মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে। আমার মা ছাদে গেলে কুকুর লেলিয়ে দেয়।
সুদীপ্তবাবুর দ্বিতীয় পক্ষেরস্ত্রী ও পুত্র প্রায়ই রাত বিরেতে এসে ফ্ল্যাটের দরজা ধাক্কা দেয়। বাড়ি প্রথম তলায় একজন ফ্ল্যাট কিনলেও তিনি থাকেন না। চাবি থাকে বাড়ির জমির মালিক ও এই বাড়ির বাসিন্দা সুদীপ্ত বাবুর কাছে। গভীর রাত পর্যন্ত সেখানে সঙ্গীসাথীদের নিয়ে চলে খানাপিনা। স্থানীয় পুলিশ অভিযোগ পেয়ে রুটিন মাফিক ঘুরে গেলেও এতদিন কথিত কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি কৃষ্ণা রাউত লিখিত অভিযোগ জমা করেছেন কসবা থানায়। সেই কপি জমা করেছেন স্থানীয় পুরপিতার কাছেও।।সাংবাদিকদের কৃষ্ণরাউত জানান, পুলিশি নিস্ক্রিয়তায তাঁরা হতা যে কোনোদিন সুদীপ্ত চন্দ্র ওরফে বাপ্পা ও তাঁর দলবল আমাদের মা মেয়েকে খুন করে দিতে পারে। ওর উদ্দেশ্য যে ভাবেই হোক আমাদের ফ্ল্যাট থেকে উৎখাত করে দুটো ছোট ফ্ল্যাটকে জুড়ে অন্য ক্রেতার কাছে বেশি দামে বিক্রি।