দিগদর্শন ওয়েব ডেস্ক: প্রথম দু’দফার নির্বাচনে ভোটের হারের যে হিসেব নির্বাচন কমিশন দিয়েছিল দুদিন পর সে হিসেবে ৬ শতাংশ বেশি ভোটদানের নতুন ঘোষণা সন্দেহের অবকাশ আছে বৈকি। শুক্রবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস। তিনি বলেন সত্যিই যদি ভোটের হিসেবে ভুল হয়ে থাকে তাহলে আলাদা কথা, কিন্তু কায়দা করে যদি ভোটের হার বৃদ্ধি করা হয় তবে গণতন্ত্রের জন্য বিপদজনক। নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হবে। এদিন বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিদের প্রতিটি প্রশ্নের জবাব দেন শান্ত ভাবেই।
তিনি বলেন, বামেরা শূন্য বিষয়টি এমনভাবে সংবাদ মাধ্যম প্রচার করছেন , আগামী ৪ জুন ফলাফল বেরোলে অবাক হয়ে যাবেন। তিনি আরও বলেন, আর এস এস সমাজ সেবায় নামে জনগণের মধ্যে প্রবেশ করে বিষ প্রয়োগ করে। এটা একটা সাংঘাতিক প্রবণতা। কংগ্রেস বাম সমঝোতা নিয়ে একটা অস্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে , কিন্তু কয়েকটি আসন ছাড়া সবক্ষেত্রেই কংগ্রেস বাম একসঙ্গে তৃণমুলের দুর্নীতি আর বিজেপির সাম্প্রদায়িক বিষ প্রয়োগের বিরূদ্ধে একযোগে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছে । কিন্তু ঘরে বসে যে সাংবাদিকরা খবর করেন তাঁরা দেখতে পান না।