তিনদিনব্যাপী ৭৩ তম ইন্ডিয়ান ফাউন্ড্রি কংগ্রেস ও আইফেক্স ২০২৫ বিশ্বমেলা প্রাঙ্গণে

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি কলকাতার উপকন্ঠে বিশ্বমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী ৭৩ তম ইন্ডিয়ান ফাউন্ড্রি কংগ্রেস ও আইফেক্স ২০২৫। তিনদিনের এই অনুষ্ঠান ও মেলায় ফাউন্ড্রি শিল্পের পরিধি বিস্তার ইতিবাচক পরিকল্পনা , পারস্পরিক মত বিনিময় ও নতুন উদ্ভাবনী শক্তিরবিশ্লেষণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত ফোর্জের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বাবা কল্যাণী। ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য ও উদ্যোগ এবং নারী ও শিশু উন্নয়ন , সমাজকল্যাণ দফতরের মন্ত্রী ডা: শশী পাঁজা। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি নবনীত আগরওয়াল, প্রাক্তন দুই সভাপতি রবি সেহগল ও বিজয় বেরিওয়াল। ডা : পাঁজা বলেন, এই অনুষ্টানে যুক্ত হয়ে আমি গর্বিত। রাজ্যসরকারের শিল্পক্ষেত্রে ইতিবাচক ভূমিকা যাতে ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির মত উদ্যোগ আছে যা ব্যবসার পরিবেশকে সহজ করবে। এশিয়ার অন্যতম বৃহৎ কয়লা ব্লক দেওচা পাঁচামির খনন শুরু হয়েছে রাজ্য ও দেশের অগ্রগতিতে এই সংগঠনের ভূমিকা উল্লেখযোগ্য অবদান রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *