
****
দিগদর্শন ওয়েব ডেস্ক: বাংলায় প্রথম সাহিত্যর পত্রিকা দিগ্দর্শন। প্রকাশকাল ১৮১৮। তব স্থায়িত্ব ছিল মাস ছয়েক। সে অর্থে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন ছিল নতুন দিগন্ত। বিশ শতকের শুরুতে প্রকাশিত হয় প্রথম বাংলাভাষায় সঙ্গীত বিষয়ক পত্রিকার সঙ্গীত প্রকাশিকা। সম্পাদক ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এরপর বাংলা ভাষাচর্চা যত বেড়েছে তত বেড়েছের পত্রিকা প্রকাশ। কলকাতার বনেদি বাঙালিদের ক্লাব সংস্কৃতির ঐতিহ্যর ক্যালকাটা ক্লাব লিমিটেড ও বাংলা ওয়ার্ল্ডওয়াইডের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সংগীতমনন পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশিত হলো।

ক্যালকাটা ক্লাবের অডিটরিয়ামে আয়োজিত এই পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে পত্রিকাটি প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে আকর্ষণ ছিল বাংলা গানের দেশ কাল শীর্ষক এক আলোচনা। অংশ নেন অধ্যাপক পার্থ ঘোষ, চিকিৎসক ইমতিয়াজ আহমেদ এবং সংগীতশিল্পী , সঙ্গীত সমালোচক স্বপন সোম।
বাংলায় ওয়ার্ল্ডওয়াইড সারা বিশ্বজুড়ে বাংলা ও বাঙালির সম্পর্ক সুদৃঢ় করে। এমনটাই জানালেন প্রাক্তন বিচারপতি। সঙ্গীতমনন পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জানান, সঙ্গীত বিষয়ে পত্রিকার তৃতীয় সংখ্যায় সঙ্গীতে নারী , নারীর সঙ্গীত বিষয়ক রচনা থাকছে।প্রবাসী বাঙ্গলি চিকিৎসক সঙ্গীতপ্রেমী ইমতিয়াজ আহমেদ আরও বলেন, এই সংগঠন রবীন্দ্রসঙ্গীত সহ বাংলা গানের বিভিন্ন আঙ্গিক নিয়ে চর্চা করে। লন্ডনকেন্দ্রিক এই সংগঠনের দুটি শাখা আছে স্কটল্যান্ডে ও অস্ট্রেলিয়াতে।

এদিনের অনুষ্ঠানে স্বাধীনতার আগে থেকে বাংলা গানের চর্চা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মুক্তির মন্দিরে সোপানতলে গানের উল্লেখ করলেও রচনাকার মোহিনীর চৌধুরীর নামটা উল্লেখ করলেন না। এটা কি অনিচ্ছাকৃত নাকি উদাসীনতা? স্বাধীনতা উত্তর ভারতে বাংলা বহু জনপ্রিয় গানের রচয়িতা মোহিনী চৌধুরীর জন্মশতবর্ষ ২০২০ তে নিঃশব্দে কেটের গেছে। সিনেমার গানে ও বহু জনপ্রিয় গানের রচয়িতা সুরকার সম্পর্কে এতটা উদাসীনতা বাঙালির জন্য কতটা ইতিবাচক সেই প্রশ্ন থেকেই যায়। তাই কি রবিকবি বলেছিলেন, রেখেছো বাঙালি করে, মানুষ করো নি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংগীতানুষ্ঠান। সঞ্চালক ছিলেন সাংবাদিক ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর।
