অভিজাত বোম্বে শার্ট কোম্পানি এখন মধ্য কলকাতায় নিজস্ব স্টোর খুলল

শ্রীজিৎ চট্টরাজ : উনিশ শতকের শেষ থেকে আজকের শার্টের সূত্রপাত যদি ইউরোপ থেকে শুরু হয় তবে শার্টের প্রথম যুগ বলা যায় তিন হাজার খ্রিস্টপূর্ব। ফ্লিন্ডার্সপেট্রি বিশ্বের প্রথম প্রাচীনতম সংরক্ষিত শার্ট মিশরীয় রাজবংশের সমাধি থেকে আবিষ্কার করেন। মেয়েরাও শার্ট পরা শুরু করে ইউরোপ ও আমেরিকায় ১৮৬০ সাল থেকে। স্বামীর শার্ট কাচতে গিয়ে কারুকাজ করা শার্ট কলার নিয়ে ঘর্মাক্ত হতেন সেযুগের গৃহিণীরা। এমনই একজন গৃহিণী হান্না মন্টেগ শক্ত বিচ্ছিন্নকলার আবিষ্কার করেন। শার্টের অষ্টতর শতনাম। ক্যাম্প শার্ট, ড্রেস শার্ট, পোয়েট শার্ট, লং হ্যান্ড টি শার্ট , রিংগার টি শার্ট রাগলান টি শার্ট, হাফ শার্ট , স্লিভলেস শার্ট, ভেস্ট শার্ট, ক্যামি সোল, পোলো, রাগবি, বেসব টিউনিক, শার্ট ওয়াইস্ট, নাইট শার্ট, হল্টার টপ, আরও কত নাম । টি শার্টের উৎপত্তি অবিবাহিত পুরুষদের জন্য। জামায় বোতাম থাকবে না। মাথা গলিয়ে পরে নিলেই হল। আসলে বোতাম ছিঁড়ে গেলে অবিবাহিতদের জামায় বোতাম লাগাবে কে?

দক্ষিণ জার্মানিতে প্রথম শার্ট রেডিমেড ব্র্যান্ড হিসেবে ১৯৫১ সালে শুরু। সেই সময়েই ভারতে রেডিমেড শার্ট নিয়ে বাজারে আসে লিবার্টি ব্র্যান্ড।২১ শতকে আজ বিদেশি নানা ব্র্যান্ডের পাশাপাশি জায়গা করে নিয়েছে বহু ছোট বড় ভারতীযব্র্যান্ড। হবে নাই বা কেন? খ্রিস্ট পূর্ব পঞ্চম শতাব্দীতেই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ভারতের সূতির কাপড়ের গুণগান করে দেন। ভারতের তুলো সুতোর নাম তো আজ বিশ্বজোড়া। এমন এক ব্র্যান্ড বোম্বে শার্ট কোম্পানি।২১২ সালে অর্থাৎ একযুগ আগে ভারতে অনলাইন কাস্টম মেড শার্ট ব্র্যান্ড নিয়ে আত্মপ্রকাশ করে বোম্বেশার্ট কোম্পানি। সংস্থার উৎপাদি পণ্যের মধ্যে আছে রেডিমেড শার্ট ছাড়াও টেইলার মেড ব্লেজার, ড্রেস প্যান্ট, চিনোস, জিন্স। বিশ্বের সেরা মিল থেকে কাপড় সংগ্রহ করে তারা পোশাক নির্মাণ করছে। সারা দেশে আছে ২১ টি নিজস্ব স্টোর। কলকাতায় বুধবার শেক্সপিয়ার সরণিতে উদ্বোধন হল ২২ তম স্টোর।

সংস্থার প্রতিষ্ঠাতা ও সি ই ও অক্ষয নার্ভেকর জানান, আমাদের নিজস্ব স্টোর কলকাতায় না থাকলেও এরাজ্যের আমাদের গ্রাহকদের সঙ্গে যোগ আছে অনলাইন মারফত। কলামন্দির মঞ্চ থেকে সামান দূর আমাদের এ রাজ্যে প্রথম বিপণী খুলল। অভিজাত মেজাজের গ্রাহকের অভিজাত পছন্দের সেরা ঠিকানা কলকাতার বোম্বে শার্ট কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *