
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : বাংলা নাট্য আন্দোলনে ২২ বছরের পদচারণা কলকাতা শহরের জনপ্রিয় নাট্যদল দৃশ্যপট ।২৩ বছরের পূর্তিতে একাডেমি মঞ্চে সংগঠণ আয়োজন করে নাট্যোৎসব নাট্য ভাবনা ২০২৫। প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন নাট্য ব্যাক্তিত্ব গৌতম হালদার, অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়, নাট্যকার হর ভট্টাচার্য ও দৃশ্যপট নাট্যদলের পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। ধারাবাহিক ভাবে প্রতি বছরের মত দলের পক্ষে যে নাট্য ব্যক্তিত্বকে দৃশ্যপট সম্মান তুলে দেওয়া হয় ,এনারি সেই সম্মান পেলেন বর্ষীয়ান অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়। তিনি উপহার দেন তাঁর কণ্ঠসংগীত ।
উৎসবের প্রথমদিনে নাটকের গান পরিবেশন করেন অরিন্দম রায়। মঞ্চস্থ হয় দৃশ্যপটের প্রযোজনায় ও উৎসব রাউতের পরিচালনায় মোহিত চট্টোপাধ্যায়ের নাটক বিধাতাপুরুষ। দ্বিতীয়দিন পরিবেশিত হয় উজ্জ্বল মণ্ডল লিখিত , অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত জনপ্রিয় নাটক টেনিদা। সমাপ্তি দিনে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে উজ্জ্বল মণ্ডল লিখিত ও অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত সাম্প্রতিক নাটক শিল্পী। নাট্যপ্রেমীদের উৎসাহে তিনদিনের নাট্যোৎসব একটি সাফল্যের বার্তার দেয়।