
*********
দিগদর্শন ওয়েব ডেস্ক : যানবাহন নির্মাণে টাটা সংস্থার নাম বিশ্বজোড়া। বছর শেষে কে বি মোটরসের ডিলারশিপ ব্যবস্থায় টাটা সিয়েরা গাড়িটি নতুন সাজে উন্নত প্রযুক্তিতে কোলকাতার বাজারে ফিরে এলো। দেশের প্রথম এসইউভি গাড়ি হিসেবে টাটা সিয়েরা ইতিহাসে স্থান করে নিয়েছে। এবার আরও উন্নত প্রযুক্তি ও আকর্ষণীয় চেহারায় আত্মপ্রকাশ।
পরিবেশক কে বি মোটরসের পক্ষে অনিল বাগাদিয়া জানালেন, কে বি মোটরস শুরু থেকেই গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে মর্যাদা দিচ্ছে। তাই টাটার মত ঐতিহ্যসম্পন্ন প্রতিষ্ঠানের গাড়ি বিপণনে ধারাবাহিকতা বজায় রাখছে এই সংস্থা। এই নতুন টাটা সিয়েরা ইতিমধ্যেই বুকিং পেয়েছে অবিশ্বাস্য। টাটা মোটরসের রিজিওনাল ম্যানেজার দ্বৈপায়ন চট্টরাজ বলেন, টাটা মোটরসের গ্রাহকদের পরিবেশক হিসেবে কে বি মোটরস গ্রাহক পরিষেবা দিয়ে আসছে সাফল্যের সঙ্গে। গ্রাহক সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য।
