******

দিগদর্শন ওয়েব ডেস্ক : অভিনেত্রী, পরিচালক, পত্রিকা সম্পাদক অপর্ণা সেনের কর্মজীবন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন পরিচালক সুমন ঘোষ। সম্প্রতি কলকাতার আইনক্স সাউথ সিটি প্রেক্ষাগৃহে এক বিশেষ প্রদর্শনী হল । অনুষ্ঠানে উপস্থিত অপর্ণা সেন জানান, প্রভা খৈতান ফাউন্ডেশনকে ধন্যবাদ এই তথ্যচিত্র নির্মাণে উদ্যোগী হওয়ার জন্য। আমি কখনও ভাবিনি যে একজন পরিচালকের ছবির বিষয় হতে চলেছি। সুমনের এই ভাবনাটা আমাকে অবাক করেছে। এই ছবির প্রয়োজনে আমার সমস্ত ছবির লোকেশনে বহু বছর পর আবার গিয়েছি। ছবি দেখে বহু মানুষের প্রতিক্রিয়া আমাকে অভিভূত করেছে।

পরিচালক সুমন ঘোষ জানান, সন্দীপ ভূতোরিয়া আমার অনেকদিনের বন্ধু। ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কাজটি সম্ভব হয়েছে। সারা ভারতজুড়ে শিল্প সংস্কৃতির বিকাশের জন্য প্রভা খৈতান ফাউন্ডেশনের এক সুনাম আছে। তাঁদের উদ্যোগে এই বিশেষ প্রদর্শনী। বিশিষ্ট মানুষজন ছবিটি দেখে মতামত জানালেন। আমি কৃতজ্ঞ। অপর্ণা সেন আমার বসু পরিবার ছবির অভিনেত্রী। অনেক আড্ডা মেরেছি তাঁর সাথে। অনুভব করেছি তাঁর ব্যাপ্তি। তাঁর অভিনয় সত্ত্বা, পরিচালক সত্ত্বা , সাংবাদিক সত্ত্বা ও প্রতিবাদী রাজনৈতিক সত্ত্বা সব কিছুই নিয়ে অপর্ণার পূর্ণতা। তাই মনে হয়েছিল এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে ছবি করা দরকার। যার আর্কাইভ ভ্যালু অসামান্য। আমার প্রথম তথ্যচিত্র আমর্থর সেনকে নিয়ে। পরবর্তী প্রজন্মের কাছে এই তথ্য তুলে ধরার আমার মুখ্য উদ্দেশ্য।

এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলে চূর্ণী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চট্টোপাধ্যায়, কল্যাণ রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, তনুশ্রীশঙ্কর, সুবোধ সরকারসহ শিল্প সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

*****