দিগদর্শন ওয়েব ডেস্ক: আর পাঁচটা ভালোবাসার গল্পের মতোই। নিঃশর্ত ছবির গল্প। যে ভালোবাসা পূর্ণতা চায় অসীমের মাঝে। পরিচালক শৌভিক দে তাঁর নিঃশর্ত স্বল্পদৈর্ঘ্যের ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে জানালেন, বিগত চার বছরে ছটি স্বল্প দৈর্ঘ্যের ছবি করে বুঝেছ দৈর্ঘ্য যাইহোক সিনেমা ইজ সিনেমা। আজ ট্রেলার মুক্তি। ছবিটা মুক্তি পাবে ৩ মে। ছবির বিষয় দর্শকদের নজর কাড়বে বলে আমার বিশ্বাস। ছবির মুখ্য দুই চরিত্রে আছেন রাজন্যা ও সৈকত। ছবিটিতে সরগম নির্মাণ করেছেন সৌগত ও জয়।