৬০ বছর পূর্তিতে প্রথমে মাত্র ৬০ টাকায় টিভি ফ্রিজ এসি দিচ্ছে সেলস এম্পোরিয়াম

*

শ্রীজিৎ চট্টরাজ : সংখ্যার নাকি অনেক গুণ। বেগুণও আছে। গ্রিক দার্শনিক পিথাগোরাস ( ১৪৮৬-১৫৩৫) বর্ণের এক মূল্যায়ন করেন যা অকাল্ট ফিলোজফি অফ কর্নেলিয়াস অ্যাগ্রিপ্পা তে প্রকাশিত হয়েছে। পিথাগোরাসের দর্শন বলছে, এই বিশ্বের প্রতিটি জিনিসকেই সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। পিথাগোরাস বা ক্যালডিয়ান পদ্ধতিতে ১ থেকে ৮ সংখ্যা দিয়ে ২৬ টি ইংরেজি বর্ণের মান নির্ণয় ও শুভাশুভের ইঙ্গিত মেলে। সম্প্রতি বৈদ্যুতিক সাজ সরঞ্জামের বিপণি সেলস এম্পোরিয়াম ব্যবসায় ৬০ বছর অতিক্রম করল।

অন্যদিকে বৈদ্যুতিক পণ্য নির্মাতা বি পি এলও পূর্ণ করল ৬০ বছর । পিথাগোরাস মতে সেলস এম্পোরিয়াম এর এস এর মান দুই। বিপিএলের প্রথম অক্ষর বি। বি এর মানও দুই। সুতরাং ভবিষ্যতে দুইয়ে দুইয়ে চার হওয়ার সম্ভাবনা আছে।কেননা সেলস এম্পোরিয়াম ও বি পি এল দুটি সংস্থা বিপণন ও উৎপাদক পরষ্পরের পরিপূরক সেই হিসেবে যৌথ সংগ্রহের একটি বিশেষ বিপণি গড়ে তোলা হয়েছে বাগুইহাটি – জোড়া মন্দির অঞ্চলে। দিও সংস্থার ৬০ বছর পূর্তি। জীবনের চক্র আবর্তিত হয় ঘড়ির কাঁটায়। ৬০ সেকেন্ডে এক মিনিট ৬০ মিনিটে এক ঘণ্টা। ত্রিভূজের এক একটি কোন ৬০ ডিগ্রি।

ধর্মীয় অনুশাসনেও ষাটের গুরুত্ব।হিন্দু ধর্মে ৬০ তম জন্মদিনকে বলে ষষ্ঠী দরিদ্র। এই জন্মদিনে শুভেচ্ছা জানাতে সংস্কৃতে ৬০ ( আবদা) পূর্তি ( সমাপ্ত) নামে বিশেষ অনুষ্ঠানের রীতি আছে। কুরআনে বলা আছে ষাটজন অসহায়কে ভোজন করানোর কথা। পৃথিবীর প্রথম মানব আদমকে আল্লাহ ৬০ হাত লম্বা করে নির্মাণ করেন। বাইবেলেও ষাট সংখ্যার উল্লেখ আছে বারবার। সামাজিক জীবনে ষাট বছর পূর্তিতে বলে ডায়মন্ড জুবিলী। আর বাঙালির মুখে বালাই ষাট তো লেগেই আছে।

সেলস এম্পোরিয়ামের এহেন ষাট বছরের পূর্তি উদযাপন হল বাংলার ঢাকের বোলে। সংস্থার প্রাণপুরুষ মনোজ জৈন বললেন, ১৯৬৪ সাল থেকে আমরা শুধু বৈদ্যুতিক পণ্য বিক্রির লক্ষ্যে ব্যবসা শুরু করিনি।ক্রেতার আস্থা , সুষ্ঠু পরিষেবা আমাদের প্রতিশ্রুতি। আমাদের বিক্রীত পণ্যের গুণগত ও আর্থিক মূল্য সেরার সেরা। বিক্রয়োত্তর পরিষেবায় আমরা তিন প্রজন্মের সন্তুষ্টি দিয়ে আসছি। এই মূহূর্তে জৈন পরিবারের তৃতীয় প্রজন্মের হাত ধরে নতুন বিপণি’র উদ্বোধন হল। মনোজ জৈন জানালেন,১৫ আগস্ট পর্যন্ত আমাদের যেকোন পণ্য প্রথমে মাত্র ৬০ টাকা দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন। পৌঁছে দেব ও ইনস্টলেশনও বিনামূল্যে। বাংলার বিভিন্ন অঞ্চলে আমরা আরও পাঁচটি শাখা বিপণি খুলতে চলেছি। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বি পি এল সংস্থার আধিকারিক ও অন্যান্য ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *