
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : ৬০ বছর পূর্তিতে কলকাতার গৃহস্থালী বৈদ্যুতিন সরঞ্জামের অগ্রণী বিপণি সেলস এম্পোরিয়াম তাদের ১৬ তম শাখার উদ্বোধন করল বারাসত শহরে। ছ হাজার স্কোয়ার ফুটের দ্বিতল এই বিপণিতে রাজ্যে প্রথম আই এফ বি সংস্থা ও বি পি এর নিজস্ব সেলস জোন তৈরি করেছে। সেলস এম্পোরিয়াম তাদের প্ল্যাটিনাম আউটলেটটি উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে। ছ’দশকের বেশি ধরে তিন প্রজন্মের এই বিপণির ১৬ তম শাখা উদ্বোধনের পর সংস্থার অন্যতম কর্ণধার মনোজ জৈন জানান, আগামী বছরের মধ্যে রাজ্যে ২৬ টি শাখা চালু করার লক্ষ্য রাখা হয়েছে।
দেওয়ালি উপলক্ষে ক্রেতাদের জন্য একদিকে যেমন উপহার রাখা হয়েছে তেমন কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে দুটি কিস্তি মকুব করা হচ্ছে। থাকছে বিক্রয়োত্তর এক বছরের পরিষেবা। ইচ্ছুক ক্রেতারা জিনিষ না কিনলেও কোড ব্যবহার করে পাবেন উপহার।