
*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : কলকাতার রবীন্দ্র সদন মঞ্চে সহায় ফাউন্ডেশন গুরুগম্ভীর পরিবেশে পালন করল রবীন্দ্রোৎসব।বীন্দ্রনাথের অমর সৃষ্টি থেকে উপস্থাপনায় ছিল কবিতা সঙ্গীত ও নাট্যভাবনা। প্রথম পর্বে ছিল প্রাণের মানুষ। এই পর্বে অংশ নেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, প্রমিতা মল্লিক, পূর্ণিমা ঘোষ , শাশ্বতী গুহ ঠাকুরতা ও উপালী চট্টোপাধ্যায়। সৃজনশীল মঞ্চ পরিকল্পনায় শিল্পীরা পরিবেশন করেন নিজস্ব শৈলী।

দ্বিতীয় পর্বে ছিল রবীন্দ্রনাথের নাটক ও নৃত্যনাট্য অবলম্বনে একটি মৌলিক উপস্থাপনা পরিবর্তন প্রবর্তন। অংশ নেন মৌনিতা চট্টোপাধ্যায়, সৃজন চট্টোপাধ্যায়। সহযোগী ছিল এক নৃত্যদল ও সুর সংযোগে কোরাস । পরিবর্তন ও নবজাগরণের নির্মাণ করে রবীন্দ্র চিন্তনের এক ভাবনাকে আধুনিক ব্যাখ্যা প্রকাশ করা হয়। আলোকসজ্জা এই প্রযোজনা প্রাণবন্ত হয়ে ওঠে সৃজনের উদাত্ত কণ্ঠের গান আর মৌনিতার মর্মস্পর্শী বাচনভঙ্গি।
এই ব্যতিক্রমী অনুষ্টানে উপস্থিত ছিলেন সমাজ ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন সহায় ফাউন্ডেশনের চেয়ারম্যান দেবাঞ্জন দেব, সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা, চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ্য সরকারের কর দফতরের আধিকারিক মনামী বিশ্বাস, শিক্ষাবিদ ও গবেষক আব্দুস সালাম, শিল্পপতি প্রকাশরঞ্জন শ্রীবাস্তব। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঝলক নামের একটি নতুন ইনফোটেন্টমেন্ট অ্যাপের আত্মপ্রকাশ। প্রকাশরঞ্জন শ্রীবাস্তব ও দেবাঞ্জন দেবের পরিকল্পনায় এই বাংলা অ্যাপ ওটিটি জগতে এক নতুন দিশা দেখাবে এমনটাই দাবি করা হয়। ঝলকের বিষয়বস্তু সংবাদ বিনোদনের একটি সম্পূর্ণ প্ল্যাটফর্ম। অ্যাপটি উপলব্ধ হবে ১৫ অগাষ্ট ২০২৫ থেকে। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে মিলবে ঝলক।