
****
দিগদর্শন ওয়েব ডেস্ক: এতদিন দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিল একটি মাত্ ব্রেইল ছাপার যন্ত্রে। একটি পাঠ্যবই রূপান্তরে লাগত ছ’মাস। ছিল না পাঠ্য শ্রবণ প্রযুক্তি, ছিল না আয়তনবর্ধক প্রযুক্তি ভাষান্তর প্রযুক্তি। ফলে বিজ্ঞান ও গণিতের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা চিলেন অসহায়।
এই ঘাটতি পূরণে এগিয়ে এল রোটারি ক্লাব বেলুড় এবং ক্যালিফোর্নিয়ার রোটারি ক্লাব অফ ড্যানভিল সান র্যা। সহযোগী হিসেবে অংশ নেয় কলকাতার অন্যান্য রোটারি শাখাগুলি। এছাড়াও প্রবাসী যাদবপুরের প্রাক্তনীরাও এগিয়ে এসের তহবিল নির্মাণ করে । প্রায় ৩৮ লক্ষ টাকা খরচে সংস্কারের করা হ্য়।

এই উদ্যোগের অন্যতম ব্যক্তিত্ব রোটারি ক্লাবের সংগঠক ও যাদবপুরের প্রাক্তনী বিষ্ণু ঢনঢনিয়া ও রঞ্জিত চক্রবর্তী। এই লাইব্রেরির নতুন সংস্কারের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন রোটারি সংস্থার জেলা ৩২৯১ এর পরিচালক কৃষ্ণেন্দু গুপ্ত ও জে আই এস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। অনুষ্টানে উপস্থিত অন্যতম শিক্ষাবিদ ড: রঞ্জিত চক্রবর্তী বলেন এই উদ্যোগে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও অনুপ্রাণিত হবে। উপস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত বলেন, প্রাক্তনীদের এই উদ্যোগ প্রশংসনীয়।

 
                         
                         
                         
                         
                         
                         
			 
			 
			 
			