রোটারি ক্যালকাটা মহানগরের উদ্যোগে প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল প্রদর্শনী ব্লুম অ্যান্ড ব্লেন্ড ২০২৬

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক :রোটারি ক্যালকাটা মহানগর সম্প্রতি বিপাশেরি ধারে একটি রিসোর্টে প্রিমিয়াম ফ্যাশন ও লাইফস্টাইল প্রদর্শনী ব্লুম অ্যান্ড ব্লেন্ড ২০২৬। প্রায় ১২৫ টি স্টল সৃজনশীল দক্ষতার ও আধুনিক নান্দনিকতায় ভরপুর বিভিন্ন পণ্য প্রদর্শিত হলো।

দুদিনব্যাপী এই প্রদর্শনীতে ছিল ফ্যাশন , লাইফস্টাইল পণ্য, বিউটি প্রোডাক্ট, প্রাচ্য ও পাশ্চাত্যের পুরুষ, নারী ও শিশুর পোশাক, ঘর সাজানোর হস্তশিল্প ছাড়াও ছিল খাদ্য পানীয়ের ব্যবস্থা। ছিল শিশুদের কিডস অ্যাক্টিভিটি জোন। যেখানে ছোটরা সব পেয়েছির দেশের আনন্দ খুঁজে পাওয়ার সুযোগ পায়।

প্রদর্শনীটি উদ্বোধন করেন প্রধান অতিথি রাহুল ভিহানি। সংগঠনের পক্ষে সভাপতি সঞ্জয় ভালটিয়া বলেন, ব্লুম অ্যান্ড ব্লেন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ রোটারি ক্যালকাটা মহানগরের বিভিন্ন দাতব্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য নির্ধারিত হয়েছে । এরফলে প্রদর্শনী শুধু বিনোদন নয়, সমাজকল্যাণের এক পর্যায়। সংগঠনের চেয়ারপার্সন কবিতা ভালটিয়া বলেন,ব্লুম অ্যান্ড ব্লেন্ড আয়োজনের মূল লক্ষ্য কলকাতায় এক ইতিবাচক লাইফস্টাইল প্রদর্শনী হাজির করা, যেখানে ফ্যাশন, সংস্কৃতি ও সচেতন জীবনধারা একসঙ্গে মিশে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *