*****
দিগদর্শন ওয়েব ডেস্ক : ৮ ডিসেম্বর দক্ষিণ কলকাতার নির্দিষ্ট রাস্তা ধরে অভিজাত হিন্দুস্থান ক্লাব তাঁদের দ্বিতীয় বার্ষিক ম্যারাথন দৌড় রেইজিং দ্য ডাস্ট অনুষ্ঠিত করতে চলেছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের পক্ষে জানানো হয়, অনুষ্ঠানে থাকছে তিনটি আকর্ষণীয় বিভাগ।৩ কিলোমিটার দৌড়ে ফান রান এবং ৫ ও ১০ কিলোমিটারের টাইমড রান। ম্যারাথনে অংশগ্রহণকারীদের এক্সক্লুসিভ টি -শার্ট , মেডেল ও রেস কিট দেওয়া হবে। মূল উদ্দেশ্য স্বাস্থ্যই সম্পদ এই চেতনাকে প্রসারিত করা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ঋষভ সি কোঠারি, সম্পাদক চন্দ্রশেখর সারদা স্পোর্টস চেয়ারম্যান স্বাতী বিহানি। ছিলেন ম্যারাথন আয়োজক কমিটির সদস্য সৌরভ এম শাহ, প্রতীক বিহানি, মেহুল দামানী, জিগার মালানী, আনন্দ গোয়েঙ্কাা ও রেস ডিরেক্টর ম্যারাথন রানার বৈভব পান্ডা।
ক্লাবে সভাপতি বলেন, হিন্দুস্থান ক্লাব শুধু ম্যারাথন নয়, আমাদের সমাজে সুস্থ জীবন নির্বাহের প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।এবারের ম্যারাথনে আমরা সববয়সী সদস্যদের জন্য ব্যবস্থা ব্রেখেছি। স্পোর্টস চেয়ারপার্সন স্বাতী বিহানি বলেন, এবারের ম্যারথনকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রচেষ্টা চালিয়েছি। গত বছরটি প্রায় হাজার সদস্য যোগ দেন। এবার আশা করছি সংখ্যা আরও বাড়বে । এই ধরণের অনুষ্ঠান আমাদের পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে সাহায্য করে।
ছবি: রাজেন বিশ্বাস।