জাতীয় গ্রন্থাগারে বৃক্ষরোপণ করল রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরাম

দিগদর্শন ওয়েব ডেস্ক : ,,,,,,,, আয় আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহসঙ্গ নে, চল আমাদের ঘরে চল। শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কলসঙ্গীতে দ্বারে নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ -আনন্দ- কোলাহল । বিজ্ঞান সমীক্ষা বলে, পরিবেশ ভারসাম্য রক্ষায় কোনো দেশের ১০ শতাংশ কমপক্ষে বনভূমিদরকার। উদাসীনতা আত্মহত্যার সামিল । আশার কথা জনসচেতনতা বাড়ছে।

জাতীয় গ্রন্থাগারে বৃক্ষরোপণ করল রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরাম

বৃহস্পতিবার বিকেলে কলকাতার ঐতিহ্যময় জাতীয় গ্রন্থাগারে বৃক্ষ রোপণের আয়োজন করে রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরাম। সহযোগী ছিল মিনু প্রাইম শাড়ি সংস্থা ও মমরাজ জয়ত্রী ফাউন্ডেশন। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনহাজার গাছ রোপণ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থগারের ডিরেক্টর জেনারেল অধ্যাপক অজয় প্রতাপ সিং , মিনু প্রাইম শাড়ির ম্যানেজিং ডিরেক্টর এবং মমরাজ জয়ত্রী ফাউন্ডেশনের সভাপতি ব্রহ্মানন্দ আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। মিনু শাড়ি সংস্থার সভাপতি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের নাগরিক হিসেব দায়বদ্ধতা আছে। বৃক্ষরোপণের জন্য জাতীয় গ্রন্থাগার বিবেচিত করার মূল কারণ এখানে চারাগাছ যত্নের সঙ্গে প্রতিপালন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *