বড় বাজেটের ছবিকে টেক্কা দিয়ে রাজ্যের ৩৭ হলে ৫০ দিন অতিক্রম করল প্রতিদ্বন্দ্বী

*

দিগদর্শন ওয়েব ডেস্ক: গত ৫০ দিনে রাজ্যের প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পায়। সেই প্রচারের ভিড়ে পিছিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী ছিল এম সুস্মিত পরিচালিত অল্প বাজেটের ছবি প্রতিদ্বন্দ্বী। ছবির শিল্পীরাও আনকোরা। তবু অঘটন আজও ঘটে।৫০ দিনের আগেই যখন সেই বড় বাজেটের ছবি বিদায় নেয় তখন রাজ্যের ৩৭ টি প্রেক্ষাগৃহে শুক্রবার প্রতিদ্বন্দ্বী ,৫০ দিন অতিক্রম করল।

দিনটিকে উদযাপন করতে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন ছবির নিবেদক রোড এন্টারটেনমেন্ট সংস্থার পক্ষে চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা , গীতিকার ও অভিনেতা সুমন। ছবির শিল্পীরা সব নতুন। রাহুল, অনুস্মিতা, সোহিনী , শ্রীজিতা, মানসী, শুক্লা , পুরঞ্জন কামিলা , এম এম সরকার, রঞ্জন , পীযূষ, সুমন প্রমুখ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির দুই অভিনেত্রী, সংগীতপরিচালক পিনাক ভট্টাচার্য প্রমুখ। রোড এন্টারটেনমেন্ট কর্তা ও ছবির চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও অভিনেতা সুমন জানান এম সুস্মিত পরিচালিত তাঁর সম্পাদনা ও কাহিনী নির্মাণ বাংলা ছবির দর্শকদের আশীর্বাদ পেয়েছে বলেই আজ ৫০ দিন অতিক্রম করেছে। ফলে আগামী ছবি নির্মাণে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। বাংলার সিনেমাপ্রেমী দর্শক বুঝিয়ে দিলেন বড় বাজেট বা জনপ্রিয় অভিনয় শিল্পী শেষকথা নয়, ভালো ছবি দর্শকরা চান সেখানে বাজেট বা নামী অভিনেতা বিবেচ্য নয়। ৫০ দিনের অতিক্রম রোড এন্টারটেনমেন্ট পালন করল কেক কেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *