দিগদর্শন ওয়েব ডেস্ক : ৯ আগস্টের কালরাত্রিতে যে সভ্যর সমাজের ধর্ষণও নিধন পর্ব সংগঠিত হয়েছেতার বিচারের দাবিতে শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনালের প্রাক্তন ছাত্রছাত্রীরা রবিবার বিকেল চারটেয় প্রতাপগড় থেকে গড়িয়া শীতলা মন্দির পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন। স্বাধীন ভারতে নারী পুরুষের সমতার কথা উল্লেখ থাকলেও রাষ্ট্রীয় ঘেরাটোপে মানুষ বিশেষত মেয়েরা নিরাপদ নয়। একদল লুম্পেন শাসক দলের সাইনবোর্ডকে সামনে রেখে অন্যায় অবিচারের বুলডোজার চালাচ্ছে রাজ্য জুড়ে।
৯ আগষ্ট রাতের ঘটনায় রাজ্য তথা দেশের নাগরিক আজ সহ্যের সীমা অতিক্রম করায় পথে নেমেছেন। প্রতিবাদ ও প্রতিরোধে নাগরিকদের পাশে দাঁড়িয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরাও পিছিয়ে নেই। তার প্রমাণ দিলেন তাঁরা রবিবার বিকেলে ।