বেসরকারি সমাজসেবী সংস্থা সিনি পালন করল ফ্ল্যাগশিপ সংস্থা এ আর সি’র ২৫ তম বর্ষ পূর্তি

******

দিগদর্শন ওয়েব ডেস্ক: সমাজের প্রান্তিক গোষ্ঠীর মা ও শিশুদের উন্নতিকল্পের জাতীয় বেসরকারি নিবন্ধিকৃত সংস্থা সিনি ২০২৪ এ পালন করেছে সুবর্ণজয়ন্তী বর্ষ। চলতি বছরের সংস্থার গুরুত্বপূর্ণ ফ্লাগশিপ উদ্যোগ অ্যাডোলেসেন্ট রিসোর্স সেন্টার- এর ২৫ তম বর্ষপূর্তি উদযাপনের এক প্রস্তুতির পরিকল্পনার কথা জানানো হলো সাংবাদিক বৈঠকে। দু’হাজার সালে প্রতিষ্ঠিত এ আর সি কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, অধিকার নেতৃত্ব ও সামগ্রিক কল্যাণকে কেন্দ্র করে গড়ে তোলা হয় কাজের পরিধি।

যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, অসংক্রামক রোগ প্রতিরোধ, শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তা , নেতৃত্বে বিকাশ, মাদক ও নেশা প্রতিরোধ , লিঙ্গভিত্তিক সহিংসতা সচেতনতা, পুষ্টি বিকাশ, গোষ্ঠীগত অঙ্গীকার ও যুব সচেতনতা ইত্যাদি কর্মযজ্ঞের দিশারী এ আর সি।১৯৭৪ সালে ড: সমীর চৌধুরী প্রতিষ্ঠিত সি আই এন আই সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে পদক্ষেপ নেয়। ইতিমধ্যে সংস্থা দু’বার জাতীয় শিশু কল্যাণ পুরষ্কার অর্জন করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, মধ্যপ্রদেশ, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে কর্মযজ্ঞ সংঘটিত করছে। যা প্রায় এক কোটি প্রান্তিক মানুষের স্বার্থরক্ষা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *