কারো বাপের ক্ষমতা নেই আমাকে গ্রেপ্তার করে, হুংকার রামদেব বাবার
শীর্ষ আদালতের দুই সদস্যের বেঞ্চের বিচারক হিমা কোহলি ও আহসানউদ্দিন আমানুল্লাহ দুসপ্তাহের মধ্যে স্বশরীরে শীর্ষ আদালতে রামদেব বাবাকে। হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। শ্রীজিৎ চট্টরাজ : ২০২১। মে মাস। স্বঘোষিত যোগ গুরু ওরফে লালা থুড়ি বাবা রামদেব বলেছিলেন, এ্যালোপ্যাথি চিকিৎসা আসলে লোক ঠকানো কারবার। সেই চিকিৎসা নেওয়া বোকামি। চিকিৎসার নামে তামাশা চলছে। লক্ষ লক্ষ মানুষ মারা…