দমদম পার্ক তরুণ সংঘে দেবী বন্দনার উন্মোচন
দিগদর্শন ওয়েব ডেস্ক: বাংলায় দুর্গাপুজোর প্রচলন নিয়ে আছে বহু বিতর্ক। কেউ বলেন ১৬০৬ সালে তাহেরপুরের জমিদার কংসনারায়ণ, কেউ বলেন নদীয়ায় জমিদার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার। যদিও ঐতিহাসিক সূত্র বলে, বাংলায় দুর্গাপুজোর প্রচলন ১৫১০ সালে।পুজোর আয়োজন করেন কোচবিহারের মহারাজা বিশ্বসিংহ।রাজবংশের সেই পুজো শুরু ভাঙ্গরাই মন্দিরে । দমদম তরুণ সংঘের পুজো সে অর্থে তেমন প্রাচীন নয়,…