শিব এলেন কোথা থেকে? পর্ব : ৯
সুজিৎ চট্টোপাধ্যায়: সম্প্রতি বাংলায় পালিত হয়েছে গাজনের একমাসব্যাপী ব্রত ও চড়ক। দুটি আলাদা বিষয়। গাজন ব্রত তিনটি পর্বে। ঘাট সন্ন্যাস , নীল ব্রত ও চড়ক। গাজন শব্দের উৎপত্তি গ্রাম জন থেকে। অর্থাৎ গাঁয়ের জন। শৈবপন্থীরা শিবকে বলেন সূর্যের প্রতীক। পৃথিবী পার্বতীর প্রতীক। গাজন বাংলার ভূমিপুত্রদের ব্রত। তাই প্রচলন গ্রাম বাংলাতেই। বেশি প্রচলন মেদিনীপুরের দুই জেলায়।…
