দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারতী এয়ারটেলের আর্থিক সহযোগী সংস্থা নেক্সট্রা ডেটা লিমিটেড বাই ( নেক্সট্রা বাই এয়ারটেল ) বুধবার গত আর্থিক বছরের স্থিতিশীল মূল্যায়নের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে। এই রিপোর্টে পরিবেশগত , সামাজিক ও পরিচালন কর্মকাণ্ডের প্রতি নেক্সট্রার ধারাবাহিক মুনাফার বিষয়টি উল্লেখিত হয়েছে। চাহিদা ও গ্রাহক সন্তুষ্টির অবিরাম পরিষেবা ও আগামী দিনের সুষ্ঠু ডিজিটাল প্রযুক্তির পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্থার সি ই ও আশিষ অরোরা বলেন, বুদ্ধিমত্তা নির্ভর পরিকাঠামো ও গ্রাহক সন্তুষ্টির সমন্বয় সাধনের পথে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই ২২০,৫৪১ মেগা ওয়াটস পুনর্ব্যবহার যোগ্য শক্তিতে রূপান্তরিত করেছি।মহিলাদের নিযুক্তির ক্ষেত্রে ৩০ শতাংশ বৃদ্ধি ঘটানো হয়েছে।২০২৬ সাল আর্থিক বছরের মধ্যে যা দ্বিগুণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একদিকে ৪৩ লক্ষ ঘণ্টার নিরাপদ শ্রম সুনিশ্চিত করা হয়েছে। স্থানীয় এলাকা থেকে ৯৯ শতাংশ কাঁচামাল সংগ্রহে সাফল্য এসেছে।
নেক্সট্রা আগামীদিনে এক ডেটা সেন্টার গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। আজ নেক্সট্রা বাই এয়ারটেল ভারতের বৃহত্তম ডেটা নেট ওয়ার্ক তৈরি করতে পেরেছে। সারা দেশে ১২ টি লার্জ ও ১২০ টি এজ ডেটাসেন্টার রয়েছে। সারা পৃথিবীতে ১৭ টি দেশে এয়ারটেলের নেট ওয়ার্ক ব্যবহার করছেন ৫৫০ মিলিয়ন গ্রাহক পরিষেবা নিচ্ছেন । এই তালিকায় সাউথ এশিয়া ও আফ্রিকায়ও আছে। এয়ারটেলে ভারতে সর্বাধিক ও আফ্রিকায় দ্বিতীয় বৃহত্তম ৪ জি ও ৫ জি পরিষেবা প্রদানকারী সংস্থা।