প্রেসক্লাবে নবাগত শিল্পী রেন প্রকাশ করল মিউজিক ভিডিও ক্যান’ট হাইড দ্য পেন

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক : প্রেম, বিচ্ছেদ ও মানব মনের অদম্য সাহসিকতার ওপর ভিত্তি করে নবাগতসংগীতশিল্পী রেন শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ করল তাঁর ইংরেজি গানের মিউজিক ভিডিও ক্যান’ট হাইড দ্য পেন। আকর্ষণীয় দৃশ্য সংযোগে একটি হৃদয়স্পর্শীসুরের ইংরেজি গানের মিউজিক ভিডিওটি শ্রোতা ও দর্শকদের মাতাবে এমনটাই আশা প্রকাশ করে শিল্পী রেন বলেন, সুর ও কথার যুগলবন্দিতে আমরা মনের অনুভূতি প্রকাশ করতে পারলে তৃপ্ত হই। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় আমার এই মিউজিক ভিডিওর প্রকাশ। হাইস্কুলে পড়াকালীন স্বপ্ন ছিল। কিন্তু বন্ধুর পথ অতিক্রম করতে গিয়ে কখনও পিছিয়ে পড়েছি। আবার নতুন উদ্যমে শুরুতে করলাম জীবনের এক নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *