*
দিগদর্শন ওয়েব ডেস্ক: ১৩ অক্টোবর ছিল বিশ্ব স্তন ক্যান্সার দিবস । বিশ্ব জুড়ে অক্টোবর মাস পুরোটা পালিত হয় সচেতনতা মাস।স্তন ক্যান্সারজয়কারীদের নিয়ে হাওড়ার নারায়ণা হাসপাতাল বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাসের সচেতনতা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে। উপস্থিত এই হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ শল্য চিকিৎসক নেহা চৌধুরী, রক্ত সম্পর্কিত ক্যান্সার বিশেষজ্ঞ শল্য চিকিৎসক বিবেক আগরওয়াল ও হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর তপানি ঘোষ। প্রত্যেকেই এই হাসপাতালের সেরা চিকিৎসার পাশাপশি দূর্বল আর্থিক ব্রোগীদের প্রয়োজনীয় এন জি ও মাধ্যমে আর্থিক কিছু সুরাহারও ব্যবস্থার কথা জানানো হয়।।
অনুষ্ঠানে উপস্থিত জয়ী রোগীরা বলেন, তাঁদের জীবনে এই চ্যালেঞ্জ তাঁরা কিভাবে মোকাবিলা করেছেন । এমনকি এই হাসপাতালে চিকিৎসক, সেবিকা, অচিকিৎসককর্মীদের আন্তরিকতার প্রশংসা করেন। নিজেরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন স্তন ক্যান্সার শল্য বিশেষজ্ঞ নেহা চৌধুরী, রক্তসংক্রান্ত ক্যান্সার শল্য বিশেষজ্ঞ বিবেক আগরওয়াল ও হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর তপানি ঘোষ। চিকিৎসকেরা এও জানালেন, ক্যান্সার চিকিৎসায় অন্য রাজ্যে যাওয়ার প্রবণতা এখন কমছে। হাওড়ার ইয়েট হাসপাতালে রাজ্যের সেরা চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা বাড়ছে।