
********
দিগদর্শন ওয়েব ডেস্ক: ভারত কৃষিপ্রধান দেশ হলেও কৃষি বিজ্ঞানের প্রতি উদাসীনতা বা অবহেলার অন্যতম কারণ কৃষি গবেষণায় অপর্যাপ্ত বিনিয়োগ, কৃষকের সাথে দুর্বল যোগাযোগ অপর্যাপ্ত জলসেচ ব্যবস্থা ও পুরানো উৎপাদন পদ্ধতি। রয়েছে প্রশাসনিক উদাসীনতা। ফলে অত্যাধুনিক কৃষি ও সিকিউর ব্যবস্থা সম্পর্কে কৃষকেরা অজ্ঞতার শিকার হচ্ছেন। দরকার নতুন প্রজন্মকে ছোট থেকেই কৃষি বিজ্ঞান সম্পর্কে সচেতন করা।

সম্প্রতি সাংবাদিক সন্মেলনে ভারত সরকারের তরফে নর্থ ইস্টার্ন কাউন্সিল আনুষ্ঠানিক ভাবে কিষানকা কিডস বুক সিরিজস ই বুক প্রকাশ করা হয়। চারটি ই বইতে প্রকৃতি পরিবেশ , খাদ্য ও কৃষি ব্যবস্থা সম্পর্কে একটি সম্যক ধারণা দেওয়া হয়েছে। কিষানকা এগ্রিকুয়া মূলত কৃষি প্রযুক্তি ও জলসেচ সম্পর্কীয় উদ্যোগ। এদিনের ই বুক প্রকাশনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে ড:আন্দ্রুর ফ্লেমিং, গ্যাব্রিয়েল মানিগ, পরিবেশবিদ এস এম ঘোষ প্রমুখ।
