******
দিগদর্শন ওয়েব ডেস্ক : হিন্দিতে বিয়ে নিয়ে একটা পুরানো প্রবাদ জো খায়া ও পস্তায়া ঔর জো না খায়া ও ভি পস্তায়া। এমনই একটি গান যে গানটি চিত্রায়িত হয়েছে দেব প্রযোজিত অভিনীত খাদান ছবিতে। সম্প্রতি ছবির গান হায় রে বিয়ে মুক্তি পেল। এক সাংবাদিক সম্মেলনে ছবির গানটির ভিডিওর প্রদর্শিত হল। ছবি দেখে কার বিয়ে বোঝা না গেলেও সিচুয়েশন যে একটি বিয়েবাড়ি সেটা অনুমান করা গেল। গানটিতে নেচেছেন দেব যিশু বরখা বিস্ত ও স্নেহা বসুর। গানটিতে দেব প্রশ্ন করেছেন হয়ে রে বিয়ে হল ক্যানে? পরণে লাল শার্ট কালো প্যান্ট। ওদিকে যিশুর পরণে ধুতি পাঞ্জাবি সঙ্গী খোলে। ছবির সুরকার নীলায়ন চট্টোপাধ্যায়। পরিচালক সুজিত দত্ত। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, ইধিকা পাল, জন ভট্টাচার্য প্রমুখ।প্যারেলালি ছবির ১৪ বছর পর জুটি বাঁধলেন দেব বরখা। দুই অভিনেত্রীর পোশাক লাল শাড়ি, খোঁপায় ফুল। দেবের আশা এছবির সব গানই হিট হতে চলেছে।