সুজিৎ চট্টোপাধ্যায় : প্রথমেই হোঁচট খেলাম আমন্ত্রণপত্র পেয়ে। বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবাংলার বাঙালি সাংবাদিকদের উদ্যোগে গঠিত নতুন সংগঠনের নামকরণ হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ রিপোটার্স অ্যাসোসিয়েশন । সংক্ষেপে ইব্রা। সহযোগী টেলিভিশন রিপোটার্স অব বাংলাদেশ ( ট্রাব) এর ইন্ডিয়া শাখার যৌথ উদ্যোগে। ল্যাজা থেকে মুড়ো ইংরেজিতে মোড়া। অবশ্য ভাষা শহীদ দিবস পালিত হয় ওপার বাংলায় ইংরেজি মাস সন তারিখ মেনে। ভারতে বাংলা ভাষা শহীদ দিবস পালিত হয় ১৯ মে। এসব যে কর্পোরেট সংস্কৃতিকে সামনে রেখে আন্তর্জাতিক ছোঁয়া দেওয়ার চেষ্টা বলার অপেক্ষা রাখে না। কিন্তু পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের নামেও কি বাংলাকরণ দৈন্যতা প্রকাশ করে? জবাব এক মাত্র সংগঠনের হোমরা চোমরারাই দিতে পারবেন।
এপার বাংলার প্রধান বিপ্লব দাস বরণ করেন শিক্ষাবিদ পবিত্র সরকারকে।
অনুষ্ঠানের মধ্যমণি হয়েছিলেন প্রাজ্ঞ বাঙালি শিক্ষাবিদ পবিত্র সরকার। ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ড: হুমায়ুন কবীর, সাংবাদিক তপশ্রী গুপ্ত, অধ্যাপক রাধাতমাল গোস্বামী, ড: নটরাজ রায়, পদ্মশ্রী মাসুম আখতার প্রমুখ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ঘোষণা মত দুই বাংলার সাংস্কৃতিক – সম্প্রীতি আলোচনা। কিন্তু দুই বাংলার চকচকে ব্যক্তিত্বদের পুরষ্কার বিতরণীর পাইকারি সমারোহে সেই আলোচনা ব্রাত্য রয়ে গেল। শেষভাগে দেখানো হল স্বল্প দৈর্ঘ্যের একটি অবলা প্রাণী ও মানুষের সম্পর্ক নিয়ে ছবি গোলু। অনুষ্ঠানে প্রাপ্তি বলতে দুটি তথ্য চিত্র । বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক প্রয়াত ফজলুল হকের পেশাগত জীবনভিত্তিক দি ফ্রন্টার্স ম্যান ফজলুল হক এবং চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নায়ক সূর্য সেনের সহকর্মীর একটি ছোট্ট সাক্ষাৎকারভিত্তিক অগ্নি পুরুষ বিনোদবিহারী । প্রথমটির পরিচালক শহীদুল আলম সাচ্চু। দ্বিতীয়টির পরিচালক তপশ্রী গুপ্ত এবং প্রযোজক সাংবাদিক বিপ্লব দাস।
এই তথ্যচিত্রের মধ্য দিয়ে তথ্যচিত্র নির্মাণ সময়ে জীবিত মাস্টারদা’র সহকর্মী ১০২ বছর বয়সী বিনোদবিহারী চৌধুরীর মুখে শুনলাম সেই দিনের কথা। কৌতূহল ছিল নতুন কোনো তথ্য পাবো। কিন্তু ১০২ বছর বয়সী সংগ্রামের বিপ্লবী যতটুকু বলেছেন তত টুকুই অনেক। তবে পরিচালক প্রবীণ বিপ্লবীকে মনে করিয়ে দিলে হয়ত জানতে পারতাম, বিনোদবিহারীর জেলে মাষ্টারদার প্রিয় গান যদি তোর ডাক শুনে কেউ না আসে শোনাবার কথা। জানতে পারলাম না ৭১ এর মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বঙ্গবন্ধু ১৪ এপ্রিল ১৯৭২ সালে মাষ্টার দা প্রসঙ্গে বিনোদবিহারীকে কি চিঠি লিখেছিলেন? জানতে পারলাম না বিনোদ বিহারীর অস্ত্রাগার দখল করতে গিয়ে কিভাবে তাঁর গলায় ব্রিটিশের গুলি লেগেছিল? জানলাম না বারাসতে ছোট ছেলের কাছে ফিরে আসার পর বারাসত স্টেডিয়ামে তিনি কিভাবে মাষ্টারদার মূর্তি উদ্বোধন করেন? ফজলুল হকের পরিবারের সদস্যের মুখে শুনলাম তাঁদের সিনেমা প্রযোজনার কথা, শুনলাম পান সুপারি নামে তাঁদের ৫০০ টাকার পানের ব্যবসার কথা। তবে শুনলাম না বাংলাদেশে রাজনীতি থেকে অবসরের পর আনন্দবিহারী চৌধুরীর সমাজ গড়ার কাজে শিক্ষকতা করার কথা।
পুরষ্কৃত হলেন সাংবাদিক সালাম মাহমুদ, পরিচালক অভিনেতা নাট্যকার সাজ্জাদ হোসেন দোদুল, টেলিপ্যাবের সাধারণ সম্পাদক নাসরিন হেলালি, নাট্য নির্দেশক অভিনেত্রী আব্দুন নূর সজল, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আবুল হোসেন মজুমদার , চলচ্চিত্র প্রযোজক সালমান হায়দার, চিত্রনাট্যকারও পরিচালক লায়ন আনোয়ার বেগম নীপা, স্মার্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান ও কণ্ঠশিল্পী রাজিয়া মুন্নি। অজ্ঞতার কারণে জানতে পারলাম না সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড প্রাপ্তি কিসের ভিত্তিতে। এপারের স্বীকৃতির তালিকায় পেলাম নবীন পরিচালক রাজকুমার পাল, প্রকৃতিপ্রেমী স্থির চিত্রগ্রাহক অনুপম হালদার , গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী কুশল চট্টোপাধ্যায় , কণ্ঠশিল্পী , গীতিকার ও সুরকার সঞ্জয় চট্টোপাধ্যায়, বাংলা কবিতার জন্য তাপস মহাপাত্র , অভিনেত্রী ও গজল শিল্পী জেনিভা রায়কে।
সংগঠনের এপার বাংলার অন্যতম দেবব্রত রায়চৌধুরী
তবে এপার বাংলার কোনো প্রবীণ সাংবাদিক বা নবীন প্রতিশ্রুতিবান সাংবাদিককে পেলাম না সাংবাদিকদের অনুষ্ঠানে পুরষ্কৃত বা সম্মানিত হতে। তবে দুই চিত্রশিল্পী দম্পতি সোমা কুন্ডু ও সমীর কুণ্ডুর স্বীকৃতি যথার্থ। তাঁরা নিজেদের খরচে বিশেষভাবে সক্ষম শিশুদের ছবি আঁকা শেখান। এমন একটি সুন্দর ছবি দেখার সুযোগও হল। ঘন্টা দুয়েক সময় ভালোই কাটল দুই বাংলার সাংবাদিকদের মিলন মেলায়। তবে মেলা হল। মিলন আর হল কই! শেষ মুহূর্তে অনুষ্ঠানের মূল জায়গা ছুঁলেন মাসুম আখতার। কিন্তু ভাঙা মেলায় শুনবে কে? এখন বিষয়ের চেয়ে বস্তুর চাহিদা বেশি তাই বিষয়বস্তু দুয়ের যুগলবন্দীর দরকারটা কি?