হৈচৈ ওয়েব সিরিজের আধিভৌতিক কাহিনী নির্ভর নিকষ ছায়া মুক্তি পাচ্ছে ভূত চতুর্দশীতে

*

দিগদর্শন ওয়েবে ডেস্ক: রবিবারের বিকেল। উত্তর কলকাতার বাগবাজার বাটা থেকে বাগবাজার স্ট্রিট ধরে কিছুটা এগোলে ডানদিকে বসু বাটী। মূহূর্তে পৌছে যাবেন প্রায় ২০০ বছর আগের কলকাতায়। একসময় রাখী বন্ধন উৎসবে রবীন্দ্রনাথের এসেছিলেন এই বাড়িতে। বনেদি বসু বাটী তখন গমগম করত বনেদিয়ায়ানার মৌতাতে। কালের নিয়মে আজ সেই বাড়ি ভগ্নদশা। মনে হবে টাইম মেশিনে চড়ে আপনি পৌছে গেছেন ব্রিটিশ আমলে। এখানেই হৈচৈ ওয়েব সিরিজের আধি ভৌতিক ছবি নিকষ ছায়ার ট্রেলার মুক্তি পেল। সূর্যের শেষ আলোর রেশ কাটিয়ে সন্ধে নেমেছে। গা ছম ছম করা পরিবেশে সাংবাদিকদের সামনে পরিবেশিত হল ট্রেলার । উপস্থিত ছিলেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছিলেন ছবির মুখ্যশিল্পী গৌরব চক্রবর্তী, সুরঞ্জনা বন্দোপাধ্যায়, অনিন্দিতা বোস ও অর্ণ মুখোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় হৈচৈ ওয়েব সিরিজের ছবি পর্ণশবরীর অভিশাপ বিপুল জনপ্রিয়তায় দ্বিতীয় ছবি নিকষ ছায়া মুক্তি পেতে চলেছে আগামী ভূত চতুর্দশীতে। তন্ত্রশাস্ত্রের নিরিখে পিশাচ সাধনার চিত্রনাট্যের মধ্য দিয়ে রোমাঞ্চকর ভয়াল ছবিটি নির্মাণ করেছেন পরমব্রত। ছবির মুখ্য চরিত্রের আরেক শিল্পী চিরঞ্জিত চক্রবর্তী। কলকাতায় না থাকায় ট্রেলার রিলিজে আসতে পারেননি চিরঞ্জিত। যাঁরা এই সিরিজের আগের ছবি দেখেছেন, তাঁরা জানেন তন্ত্র গবেষক ভাদুড়ী মশাইকে। এই ভাদুড়ীমশাইয়ের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী অভিনয় করেছেন।এই তন্ত্রসাধনার তান্ত্রিকের শব সাধনার মধ্যে যে অপরাধ লুকিয়ে আছে সেটি রোধ করবেন তিনি। পরমব্রত জানালেন,তন্ত্র সাধনার দুটি দিক। একটি ব্যবহারিক। একটি পুঁথিগত। আমি পুঁথিগত বিষয়ে অনুসন্ধানী। তাই এই বিষয়ের ছবিতে উৎসাহী। কথায় বলে, সকালের সূর্য বলে দেয় দিনটি কেমন যাবে। তেমনই ট্রেলার এইটুকু আশ্বাস দেয় , একটু বেশি রাতে ছাদে হেমন্তের শীত পোয়াতে পোয়াতে মোবাইল বা টিভির পর্দায় দেখুন নিকষ ছায়া। নিশ্চয়ই উপভোগ্য হবে ছবিটি। অবশ্য জনরাত হৃদয়গত দূর্বল তাঁরা প্রিয়জনকে আঁকড়ে ধরে এনজয় করুন পরমব্রতর নিকষ ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *