বইমেলায় আকর্ষণ কাড়ছে হাইকোর্ট মিডিয়েশন কমিটির স্টল

দিগদর্শন ওয়েব ডেস্ক : ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় ৩২৫ নং স্টল করেছে হাইকোর্ট মিডিয়েশন অ্যান্ড কনসলিডেশন কমিটি। শীর্ষ আদালতের মিডিয়েশন কমিটি কিভাবে মামলার পাহাড় কমাতে কার্যকরী ভূমিকা নিচ্ছে সেই সম্পর্কে বই তুলে দিচ্ছেন আগ্রহীদের হাতে। কমিটি কর্মী মহম্মদ নৈশাদ, সুপ্রিয় বণিক, সুমন দাস সায়ন চ্যাটার্জি ,আইনি বিধি লিফলেট দিচ্ছেন।

বছরভর কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও মেম্বার সেক্রেটারি সুদীপ ব্যানার্জির পরিচালনায় মিডিয়েশন কমিটি সারা রাজ্য জুড়ে কাজ করছে। কলকাতা হাইকোর্টের রেজিস্টার ইন্সলভেন্সি এবং মিডিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ড: শুভাশিস মুহুরী জানিয়েছেন,২০০৯ সাল থেকে কলকাতা উচ্চ আদালতে এই কমিটি তৈরি। মিডিয়েটরদের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা, প্রাক্তন আই পি এস, আইনজীবী, স্থাপত্যবিদ, সাংবাদিকরা আছেন।

কলকাতা উচ্চ আদালত ছাড়াও রাজ্যে ৭২ টি এডিআর ( বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র) সেন্টারে মিডিয়েশনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়। গোপনীয়তা, নিরপেক্ষতার মাধ্যমে দুপক্ষের বক্তব্য শুনে বিবাদ মেটানো হয়। সেই বার্তা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতেই বইমেলায় এই স্টল জানালেন ড: শুভাশিস মুহুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *