
***
দিগদর্শন ওয়েব ডেস্ক : ভারত সরকারের খনিজ দফতরের অন্তর্গত ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ন্যাশনাল ল্যান্ডস্লাইড ফরকাস্টিং সেন্টারের প্রথম বার্ষিকী উপলক্ষে কলকাতার সল্টলেকে এক বিশেষ কর্মশালা ও সাংবাদিক সন্মেলনের আয়োজন হয়। গত একবছরের সাফল্যের পর্যালোচনা ও দেশের ধস পূর্বাভাস ব্যবস্থাকে আরও কার্যকরী করার ক্ষেত্রে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।

এই কর্মশালার উদ্বোধন করেন জি এস আই মহা পরিচালক অসিত সাহা। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন অতিরিক্ত মহা পরিচালক ড: জয়েশ বাগচী, অতিরিক্ত মহা পরিচালক পি এস এস জি এস আই প্রিয়াঙ্কা শিংলা, পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় ব্যবস্থাপক কর্তৃপক্ষ, ড: সোমনাথ দত্ত, উপ মহা পরিচালক আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের আধিকারিক প্রিয়ম রায়, ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ক বিজ্ঞানী , আধিকারিক , বিভিন্ন আই আই টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কেন্দ্র ও শিক্ষাবিদেরা।

জি এস আই এর মহাপরিচালক অসিত সাহা সংস্থার এক বছরের সাফল্যের খতিয়ান দিয়ে বলেন দ্রুত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ধস পূর্বাভাস বুলেটিন চালুর হবে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যাবহার করে। লক্ষ্য ২০২৩ সালের মধ্যে একটি সার্বভৌম আঞ্চলিক ধস পূর্বাভাস ব্যবস্থা গড়ে তোলা। পাশাপশি দিগদর্শনের প্রশ্নের জবাবে বলেন প্রযুক্তিগত সাফল্য সম্ভব দেশের ধস প্রবণ এলাকার নাগরিকদের সচেতনতার ওপর।সে ব্যাপারেও আমরা বছরভর কাজ করি।