১৬ তম বর্ষে ইউফোরিয়া জেন এক্স ৪ হাজার শিক্ষার্থীকে শংসাপত্র দিল

****

দিগদর্শন ওয়েব ডেস্ক : ১৪ সেপ্টেম্বর ।রবিবারের সকাল। নিউটাউনের রবীন্দ্র তীর্থ অডিটরিয়ামের সামনের জেন এক্স এর বিশাল জমায়েত। এঁরা এসেছেন নিজের পরিশ্রম আর নিষ্ঠার যোগ্য স্বীকৃতি পত্র গ্রহণ করতে। স্বীকৃতি দিল কলকাতার অন্যতম শীর্ষস্থানীয় আই টি প্রশিক্ষণ কেন্দ্রীয় ইউফোরিয়া জেন এক্স। এই শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই টেকনো এক্স পোনেন্টের একটি সহযোগী প্রতিষ্ঠান যারা গ্রীষ্মকালীন ছুটিতে বিশেষত ট্রেনিং ওর শিক্ষানবীশ কার্যক্রম পরিচালনা করে। ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় নাম।

ভবিষ্যত কর্মজীবনে হাতে কলমের পেশাদারী শিক্ষা ও অভিজ্ঞতা সঞ্চয়ের এক পীঠস্থান এই শিক্ষা প্রতিষ্ঠান এদিন প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে শংসাপত্র তুলে দেন অনুষ্ঠান হাজির ছিলেন অভিনেত্রী দেবলীনার দত্ত।উপস্থিত ছিলেন উৎসাহির ছাত্রছাত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অধ্যাপক, ও বিভিন্ন কলেজের ও বিশ্ববিদ্যালয়ে ট্রেনিইর ও প্লেসমেন্ট আধিকারিকেরা।

সংস্থার প্রতিষ্ঠাতা ও সি ই ও, চিফ এ আই সায়েন্টিস্ট সব্যসাচীর সাহা সংস্থার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে একটি রূপরেখার বর্ণনা করেন। টেকনো এক্সপোনেন্ট এর প্রতিষ্ঠাতা , ডিরেক্টর ও সি ই ও অভয় দেবনাথ জেন এক্স এর শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। এই অনুষ্ঠানে ইতিমধ্যেই এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী যাঁরা চাকরি জগতে সফল হয়েছেন তাঁদেরও সম্মানিত করা হয়।

১৫ বছরের অভিজ্ঞতায় শরৎ বিশ্বের এখন ছটি শাখা আছে। যেসব আন্তর্জাতিক সংস্থাকে পরিষেবায় দেওয়া হয তাদের মধ্যে আছে ডিজনি, রেডবুল, অ্যামাজন,ওয়ার্নার ব্রাদার্নাসা ইঞ্জিনিয়ারিং, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ইরি মত প্রায় পাঁচশ সংস্থা। সাড়ে চারশ বিশেষজ্ঞদের নিয়ে তৈরি এই সংস্থা ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা থেকে মর্যাদাপূর্ণ স্বীকৃতি পুরষ্কার পেয়েছের। সংস্থারসি ই ওর সব্যসাচীর সাহা এশিয়া ওয়ান সংস্থার পক্ষে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ইয়ং লিডার্স ২০২১_২২ সম্মানিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *