দিগদর্শন ওয়েব ডেস্ক: সংবাদসূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ জুন কলকাতা ইডি দফতরে হাজির হওয়ার নোটিশ জারি করা হয়েছেঅভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই মুহুর্তে ঋতুপর্ণা আমেরিকায় আছেন। তিনি এই নোটিশ পেয়েছেন কি না জানা যায় নি। উল্লেখ করা যেতে পারে , অভিযুক্ত রোজভ্যালি সংস্থার সঙ্গে তাঁর কোনো বেআইনি লেনদেন হয়েছে কিনা জানতে ইডি ২০১৯ সালে একবার ডেকেছিল।
২০১৯ সালে ইডি অফিসে ঋতুপর্ণা সেনগুপ্ত
এরপর ২০১৪ সালে আবার। একসম়য় শোনা গিয়েছিল ঋতুপর্ণা বিজেপিতে যোগ দিচ্ছেন।বেশ কয়েকবার মোদীজির সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ হয়। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সুসম্পর্ক। কিন্তু দুদলের সঙ্গে তিনি দূরত্ব বজায় রেখে চলেছেন।। ইডি সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্তের চলচ্চিত্র নির্মাণ সংস্থায় রেশন দুর্নীতির টাকা জমা পড়েছে। তাই ৫ জুন বুধবার সকাল ১১ টায় ইডির কলকাতার সি জি ও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।