রোগ সচেতনতার পাঠ দিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের চেয়ারম্যান ডা: রাজীব পারেখ

*

দিগদর্শন ওয়েব ডেস্ক : বিরল রোগ সম্পর্কে জন সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ ফেব্রুয়ারি পালিত হয় বিরল রোগ দিবস।২০২৩ এর ইন্ডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল রিসার্চের সমীক্ষা বলছে এদেশে ৭০ মিলিয়ন মানুষ বিরল রোগে ভুগছেন।২০১১ সালের পর জন শুমারি না হলেও আনুমানিক দেশের জনসংখ্যা এখন চিনকে ছাপিয়ে ১৪১ কোটি প্রায়। দেশের স্বাস্হ্য ব্যবস্থার প্রধান বাধা শিশুর অপুষ্টি , নবজাতক শিশু ও মাতৃ মৃত্যুর উচ্চ হা, অসংক্রামক রোগ বৃদ্ধি, পথ দুর্ঘটনা । জনস্বাস্থ্যের ক্ষেত্রে একদিকে আয়ু বাড়ছে, ফলে বার্ধক্য বাড়ছে। মৃত্যু হার কমছে ।বাড়ছে রোগের সংখ্যা। রাজ্যের সরকারের দাবি মত স্বাস্থ্য পরিষেবা বাড়লেও জন সচেতনতা তেমন বাড়ে নি। ফলে সরকারি প্রশাসনিক স্তরের উদ্যোগের পাশপাশি ব্যক্তি বা সংস্থাগত ভাবে জন সচেতনতা প্রচারে যুক্ত হয়েছেন।

শুক্রবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিলিত হলেন পেরিফেরাল ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সায়েন্সেস, মেদান্ত হাসপাতালের চেয়ারম্যান ডা: রাজীব পারেখ বলেন দেশে ডায়বেটিক রোগীর সংখ্যা বাড়ছে। এই রোগ অনেক রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতাও হ্রাস করে।অন্যতম পায়ের ধমনী রুদ্ধ হওয়া। হার্টের ধমনী ও মস্তিষ্কের সূক্ষ্ম শিরায় কোলেস্টরল নামক চর্বি যখন রক্ত সঞ্চালনের পথ রুদ্ধ করে দেয় তখন হয় হার্ট এ্যাটাক, ব্রেন স্ট্রোক। তেমন হয় লেগ অ্যাটাক। ডায়বেটিক থেকে পায়ে সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে পা বাদ দেওয়া ছাড়া উপায় থাকে না।ফলে রোগ সচেতনা একমাত্র প্রতিরোধের উপায়। ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ, হৃদয় ধমনী রুদ্ধ মাথার স্নায়ু ছিঁড়ে রক্ত ক্ষরণ রুখতে ধূমপান , অতিরিক্ত ভাজাভুজি খাওয়া, উত্তেজনা বাড়া কমানো।

এদিনের সাংবাদিক সম্মেলনে ভাস্কুলার সার্জারির দুনিয়ায় বিপ্লব ঘটানোর প্রযুক্তির কথা বলেন । যার মধ্যে রয়েছে উন্নত এ ওয়ান গাইডেড পেমাম ব্রা সিস্টেম, যা ফুসফুসের কাজে বাধা সৃষ্টিকারী জমাট বাঁধা রক্ত অপসারণ করে, জেনিকুলার আর্টারি এম্বোলাইজেশন এমন একটি ন্যুনতম ইনভেসিভ প্রক্রিয়া যা ফোলা অংশে রক্ত প্রবাহ হ্রাস করে। দীর্ঘস্থায়ী হাঁটুর ব্যথা হ্রাস করে। আবার প্রোস্টেড আর্টারি এম্বো লাইজেশন যা সীমাবদ্ধ রক্ত প্রবাহের মাধ্যমে প্রোস্টেটকে সংকুচিত করার মধ্যে বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাজিয়ার চিকিৎসা করে। রুদ্ধ হওয়া ধমনী চর্বি মুক্ত করতে বেলুনিং বা স্টেন্টিং , পা কেটে ফেলার মত জটিলতা প্রতিরোধ করতে পারে। প্রাথমিক রোগ নির্ণয় ও ন্যূনতম ইনভেসিম প্রক্রিয়া রোগীর সুস্থতা এনে দেয়। মেদান্ত মাল্টি স্পেশালিটি ও পি ডি সুবিধে এখন কলকাতার আর বি ডায়গনস্টিক লেক টাউন ও ইস্টার্ন ডায়াগনস্টিক আলিপুরে মিলছে। বিস্তারিত তথ্যের জন্য ৭০০৩৫৫০২৩২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *