রোটারি সল্টলেক মেট্রোপলিটন কলকাতার উদ্যোগে কলকাতায় আসছেন হিন্দি কবি সন্মেলনে কুমার বিশ্বাস

*****

দিগদর্শন ওয়েব ডেস্ক : ৫ এপ্রিল বিকেলে কলকাতার সাইন্স সিটি অডিটরিয়ামে রোটারি ক্লাব অফ সল্টলেক মেট্রোপলিটন এর উদ্যোগে প্রান্তিক মানুষদের সাহায্যের তহবিল গড়তে হিন্দি কবি সন্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে কবি কুমার বিশ্বাসকে।

২০০৮ সালে প্রতিষ্ঠিত সি এস আর অনুমোদিত এই আন্তর্জাতিক সমাজসেবী সংস্থায় আছেন ২৫ জনের বেশি চিকিৎসক, হিসাব পরীক্ষক ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা। প্রত্যেকেই মানবিক দায়বদ্ধতা থেকেই যুক্ত। ইতিমধ্যেই প্রান্তিক ক্ষমতার মানুষদের ৫৫০ টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে । মাতৃরক্ষা প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের রক্তাল্পতা দূর করতে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হয়। সঙ্গে থাকে সচেতনতা শিবির। ইতিমধ্যেই প্রায় ৫ হাজার মহিলা এই প্রকল্পে নিয়োজিত হয়েছেন। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১৫ হাজার। এছাড়াও প্রায় ৫ হাজার মানুষের ছানি অপারেশন হয়েছে।

প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের ব্যক্তি স্বতন্ত্রতা গড়ে তুলতে তাঁদের রোজগার প্রকল্পে বৈদ্যুতিক কাজ, গাড়ি চালানো ভ্যান রিক্সা প্রদান ও অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কাজ করে এই সংস্থা।

দক্ষিণ চব্বিশ পরগণা ও হাওড়া জেলায় নিম্ন খরচে শৌচালয় নির্মাণ করে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেওয়া হয়েছে। ভবিষ্যতে মাতৃরক্ষা প্রকল্পের ১৫০ টি শিবির ও সুন্দরবন অঞ্চনে ২ লক্ষ ৫০ হাজার ম্যানগ্রোভ চারা বিতরণ করে বন্যরোধের সহায়তা করা হচ্ছে। এই বৃহৎ কর্মযজ্ঞের প্রয়োজনে তহবিল সংগ্রহের জন্য কবি সন্মেলনে হিন্দি কাব্য জগতের জনপ্রিয় কবি ডা: কুমার বিশ্বাসকে কলকাতায় আমন্ত্রণ জানানো হয়েছে।

সংস্থার তরফে সভাপতি সুনীল সিংঘি, সম্পাদক ড: অজিত কুমার মজুমদার, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১ এর বর্তমান সাংগঠনিক দূত ড: অরুণা তাঁতিয়া, অনুষ্ঠান আহ্বায়ক অভিষেক দুগার কোষাধ্যক্ষ উমাশংকর আগরওয়াল আহুত সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *