নারী ক্ষমতায়ন কেন্দ্রের উদ্বোধন করল দক্ষিণী প্রয়াস ও এমপকেট

দিগদর্শন ওয়েব ডেস্ক : শনিবার কলকাতার উপকন্ঠে বাইপাসের পাশে সমাজসেবী সংগঠন দক্ষিণী প্রয়াস ও এমপকেট যৌথ উদ্যোগে গড়ে তুলল দক্ষিণী প্রয়াস এমপাওয়ারমেন্ট সেন্টার। নারী ক্ষমতায়নের অঙ্গীকার নতুন করে প্রমানিত হলো। সমাজের পিছিয়ে পড়া মহিলাদের শুধু প্রশিক্ষণ নয়, আত্মবিশ্বাসের সঙ্গে স্বনির্ভর হয়ে আর্থিকভাবে তাঁরা যেন স্বাধীন হন সেই পথের পরিচলিট করে। পেপারব্যাগ মোমবাতি, ডাই কাপড় ও বিভিন্ন উপহারসামগ্রী যা পরিবেশবান্ধব পণ্য নির্মাণে উৎসাহিত করা হয়।

দক্ষিণী প্রয়াসের সভাপতি অনুভূতি প্রকাশ জানান, প্রতিটি নারী যাতে স্বাবলম্বী হতে পারেন তার কর্মযজ্ঞ করে দক্ষিণী প্রয়াস।সংগঠনের পরিচালন কমিটির সদস্য অভিমন্যু প্রকাশ বলেন, সমাজ গঠনে দক্ষিণী প্রয়াসের উদ্যোগ এক গুরুত্ত্বপূর্ন মাইল ফলক। এম পকেটের তরফে রাজনাই জালান বলেন, দক্ষিণী প্রয়াসের সঙ্গে যুক্ত হয়ে আমরা গর্বিত।

h4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *