কলকাতা চলচ্চিত্র উৎসবে সোনার বাঘ পেল কিউবার ছবি দি ওয়েস্ট ইন জাপাটা

*********

দিগদর্শন ওয়েব ডেস্ক: ৭৫ মিনিটের ছবি দি ওয়েস্ট ইন জাপাটা কিউবা ও স্পেনের যৌথ উদ্যোগের ছবির পরিচালক চিত্রগ্রাহক ডেভিড বিম।২০২৫ এ নির্মিত এই ছবির কাহিনী গড়ে উঠেছে এক বিশেষভাবে সক্ষম কিশোরীর বাবার ও মা কঠিন জীবন যুদ্ধে ব্যস্ত। ঘন জঙ্গলের জীবন বাজি রেখে খালি হাতে কুমির শিকার করে গ্রামে মাংস বিক্রি করে জীবন চালান। সাদাকালো ছবিটিতে কুমির শিকারের দৃশ্য লোমহর্ষক। জল, জঙ্গল বৃষ্টি ভেজা দৃশ্যগুলি যেন মূর্ছনা সৃষ্টি করে। উৎসবের শেষ প্রদর্শনীতে ছবিটি দ্বিতীয়বার প্রদর্শন হলো নিয়ম মেনেই। কিন্তু দর্শক খুব একটা উৎসাহিত হলেন না ছবিটি দেখে।

সেরা পরিচালক বিবেচিত হন শ্রীলঙ্কার ২০২৫ সালের ছবি রিভারস্টোন এর -পরিচালক ললিথ রাথানায়েকে। তিন পুলিশ অফিসার রাষ্ট্রের নির্দেশে এক সন্দেহভাজন ব্যক্তিকে অপরাধীর হিসেবে নির্জন স্থানে নিয়ে গিয়ে খুন করে। মৃত্যুর পর নিহতদের হাতে গুঁজে দেওয়া হয় রিভলবার। একদিকে কর্টব্যর অন্যদিকে মানবিক টানাপোড়েনের গল্প। বাংলা প্যানোরামা বিভাগে জুরি আসামের চলচ্চিত্রকার মঞ্জু বোরা, চলচ্চিত্র সমালোচক ও বিশেষজ্ঞ মনু চক্রবর্তীর বিচারে সেরা পুরষ্কার পেল ১০২ মিনিটের ছবি পড়শি। কৌশিক গাঙ্গুলির সহকারী হিসেবেই আত্মপ্রকাশ পরিচালক চন্দ্রাশিস রায়ের ।

আন্তর্জাতিক ছবির বিচারক জুরিদের মধ্যে ছিলেন চলচ্চিত্র উৎসবের ভারতীয় অস্ট্রেলিয়ার চলচ্চিত্র সমালোচক বিরাট নেহরু, ইজিপশিয়ান চলচ্চিত্র সমালোচক চলচ্চিত্র সম্পাদক সাফা ইলাইশি হাজ্ঞাগ,কেরালার চলচ্চিত্র সমালোচক তথ্যচিত্র নির্মাতা, লেখক মধু জনার্দনন , তিউনিশিয়ান প্রযোজক, উৎসব আয়োজক এবং আরব ও আফ্রিকান সিনেমার সমালোচক লিনা চাবানে মেঞ্জিল, হাঙ্গেরির অভিনেতা পরিচালক রবার্ট কলটাই , পোল্যান্ডের চলচ্চিত্র সিনেমাটো গ্রাফার আর্টুর জুরাউস্কি, পুনা ফিল্ম ইন্সটিটিউটের ছাত্র ডিরেক্টর অফ ফটোগ্রাফি সানি নিশেফু। জুরি চেয়ারম্যান অস্ট্রেলিয়ার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার রল্ফ ডি হির।

প্রতিযোগিতা বিভাগে পূর্ণ দৈর্ঘ্যের ছবির মধ্যে উল্লেখযোগ্য ছবি ছিল মরক্কোর আফ্রিকা ব্ল্যাংকা, অস্ট্রিয়া ও ইরানের যৌথ উদ্যোগের দ্য স্কেয়ার ক্রো, ভারতের নধরের ভেলা, কাজাখ স্থানের ইভাকুয়েশন, তিউনেশিয়ার দ্য ভয়েস অফ হিন্দ রাজব গুয়েতমালার মাউন্টেনস অফ ফায়ার , শ্রীলঙ্কার রিভারস্টোন ও প্যালেস্তাইন ৩৬।

প্রতিযোগিতার বাইরে এবারের উৎসবে প্রশংসিত হয়েছে ফ্রান্সের দ্য স্ট্রেঞ্জার, রোমানিয়ার ড্রাকুলা, পোল্যান্ডের ফ্ স্থানচ্যুত ও অভিবাসনের বিষয় নিয়ে কিছু ছবি ছিল প্রাসঙ্গিকভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দু।ছিল কিছু বিশেষত প্রদর্শনীর। দুষ্প্রাপ্য কিছু ছবিকেও মেরামত করে দর্শকদের উপহার দেওয়া হয়েছে।দেশের কিছু প্রান্তিক ভাষার ছবি, পরিবেশ সংক্রান্ত , ক্রীড়া বিষয়, রেট্রস্পেক্টিভ, শতবর্ষের ছবি , স্বল্প দৈর্ঘ্যের ছবি , তথ্যচিত্র , প্যানোরোমা, ও রূপকলা কেন্দ্রের শিক্ষার্থীদের ছবি ছিল উৎসবে। স্বল্পদৈর্ঘ্যের ও তথ্যচিত্রের কিছু ছবি ছিল প্রতিযোগিতার বিভাগে।মুখ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এবার বেশকিছু জাল ডেলিগেট কার্ড ধরে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *