বেশ্যার বারোমাস্যা
পর্ব : ৫৮ সুজিৎ চট্টোপাধ্যায় : কামশাস্ত্রের রচয়িতা বাৎস্যায়নের জন্ম গণিকাপল্লীতেই । মনোবিজ্ঞানী সুধীর কক্কর তাঁর দ্য অ্যাসেটিক অব ডিজায়ার উপন্যাস গ্রন্থে বাৎস্যায়নের মুখে যে সংলাপ বসিয়েছেন সেখানে আছে বাৎসায়ন বলছে, আমি অবশ্যই ভাবনায় পড়েছি, আমার মা আমাকে অপছন্দ বিকরতেন্ট কি না, আমি হৃষ্টপুষ্ট মিষ্ট স্বভাবেরই শিশু ছিলাম । তাতে তার বিরাগভাজন হবার কি আছে?…